Unusal Death in Siliguri

শিলিগুড়িতে রহস্যজনক মৃত্যু, দেশবন্ধু ফ্লাইওভারের কাছে রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শিলিগুড়িতে রহস্যজনকভাবে মৃত্যু এক যুবকের। খবর পেয়েই পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা থানায় ছুটে আসেন। মঙ্গলবার দুপুরে সাদ্দামের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্যজনক মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা।

মৃত সাদ্দাম হোসেন
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৩:৩১

শিলিগুড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হলো ৩০ বছরের এক যুবকের। মৃতের নাম সাদ্দাম হোসেন। বাড়ি শিলিগুড়ির ডাঙ্গীপাড়া এলাকায়। সোমবার গভীর রাতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভারের কাছে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং-এর টহলদারি ভ্যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় একটা নাগাদ টহলদারি চালানোর সময় রাস্তার ধারে পড়ে থাকা রক্তাক্ত দেহ নজরে আসে। দ্রুত তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসকের। তাঁর মোবাইল ও সঙ্গে থাকা নথি দেখে পরিবারকে খবর দেয় পুলিশ। খবর পেয়েই পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা থানায় ছুটে আসেন।

পরিবার জানিয়েছে, সাদ্দাম সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত বারোটার পরে বাড়ি ফেরার পথেই কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। পরিবারের দাবি, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। সাদ্দামের এক ছোট সন্তান রয়েছে। তাঁর মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার দুপুরে সাদ্দামের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। রহস্যজনক মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা।


Share