Bangladeshi Shot Dead by BSF

অনুপ্রবেশে বাধা দেওয়ার বিএসএফের ওপর হামলা! আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলিতে নিহত বাংলাদেশি অনুপ্রবেশকারী

জানা গিয়েছে, নিহত যুবকের নাম সবুজ হাসান (২৯)। তিনি বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা। অভিযোগ, বুধবার গভীর রাতে আরও কয়েক জনের সঙ্গে বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন সবুজ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০১:৩১

এসআইআর আবহে রাজ্যে ফের অনুপ্রবেশের চেষ্টা। অনুপ্রবেশে বাধা দিলে পাল্টা হামলার অভিযোগ। কোচবিহারে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর। বুধবার গভীর রাতে মাথাভাঙা এক নম্বর ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের চেনাকাটা সীমা চৌকি এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, নিহত যুবকের নাম সবুজ হাসান (২৯)। তিনি বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা। অভিযোগ, বুধবার গভীর রাতে সবুজ হাসান-সহ আরও কয়েক জনের সঙ্গে বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন সবুজ। সে সময় তাঁদের পথ আটকায় বিএসএফের ১৫৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। তাতেও তাঁরা কর্ণপাত করেনি। অভিযোগ, উল্টে বিএসএফের ওপর হামলা চালানোর চেষ্টা করে অনুপ্রবেশকারীরা। কার্যত বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান। তাতেই মৃত্যু হয় ওই বাংলাদেশি যুবকের।

রাতেই সবুজকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে, বুধবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। মাথাভাঙার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘রাতেই বিএসএফের তরফে আমাদের খবর দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির পরিচয়ও জানা গিয়েছে। তিনি বাংলাদেশি। তাঁর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’


Share    

BSF