Migrant Aid Crisis

'সহায়তা নয়, চাই কাজ' ‘শ্রমশ্রী’ প্রকল্পে আস্থা হারিয়ে ফের ভিন রাজ্যে কাজের দিকে ঝুঁকছেন শ্রমিকেরা

রাজ্যের 'শ্রমশ্রী' প্রকল্পে প্রথম দফার সহায়তার পরও থমকে আছে বাকি অর্থদান। ফলে বহু পরিযায়ী শ্রমিক বাধ্য হয়ে আবার ভিনরাজ্যে কাজে ফিরছেন। আর্থিক টানাপড়েন ও কাজের অভাবে প্রকল্পের সফলতা নিয়েই উঠছে প্রশ্ন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০২:৩০

ভিনরাজ্যের কাজ ছেড়ে নিজের পরিবারের কাছে ফেরার জন্য রাজ্য সরকারের 'শ্রমশ্রী' প্রকল্পে প্রাথমিক সহায়তা নেওয়া পরিযায়ী শ্রমিকেরা এখন বড় সমস্যায় পড়েছেন। প্রথম কিস্তির পরে তাঁদের অ্যাকাউন্টে আর কোনো টাকাই ঢোকেনি, অন্যদিকে বাইরে কাজে না যাওয়ার শর্ত তাঁদের উপর চেপেছে। ইতিমধ্যেই এঁদের একটি বড় অংশ বাধ্য হয়েই শর্ত ভেঙে আবার ভিন রাজ্যে নিজের কাজে ফিরে গেছেন। অনেকে এখনও বাড়ি না ছাড়লেও দিনের পর দিন কম মজুরির কাজ করে বা কাজ না পেয়ে ভিন রাজ্যের দিকে পা বাড়াতে প্রস্তুত হচ্ছেন।

চলতি বছরের ১৮ আগস্ট রাজ্য সরকার পরিযায়ীদের ঘরে ফেরাতে 'শ্রমশ্রী' প্রকল্প ঘোষণার পর অনলাইনে আবেদন জমা শুরু হয়। গত ১০ সেপ্টেম্বর জলপাইগুড়ির সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে প্রথম 'শ্রমশ্রী'র পাঁচ হাজার টাকার চেক তুলে দেন ভিনরাজ্যে ডাম্পার চালক প্রবীর মণ্ডলের স্ত্রী শ্যামলীর হাতে। 

রাজ্যে প্রথম 'শ্রমশ্রী' সহায়তা পাওয়া এই পরিযায়ী যখন ভিন রাজ্যে যাওয়ার কথা ভাবছেন তখন আশেপাশের এলাকা, এমনকি প্রতিবেশী দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারের এমন অনেকের খবর মিলেছে। তাঁরা প্রথম দফার সহায়তা পাওয়ার পর ইতিমধ্যেই ভিনরাজ্যে কর্মস্থলে পাড়ি দিয়েছেন। একইরকম অভিজ্ঞতা শোনালেন আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা ও মাথাভাঙ্গা এলাকার বেশ কয়েকজন পরিযায়ী।

মাত্র মাসতিনেকের মধ্যেই যাঁরা 'শ্রমশ্রী'-র বাঁধন ছিঁড়ে ভিনরাজ্যে কাজের দিকে ঝুঁকছেন, তাঁরা সবাই একমত যে আর্থিক সহায়তার বদলে রাজ্য সরকার যেন তাঁদের জন্য কাজের সুযোগ তৈরি করে। পরিযায়ীদের চোখেমুখে এবং কথায় সরকারি উদ্যোগের সফলতা নিয়ে স্পষ্ট সন্দেহ দেখা যাচ্ছে।


Share