Fire Incident

শর্ট সার্কিট থেকে গ‍্যাস সিলিন্ডারে বিস্ফোরণ খড়িবাড়িতে, ভস্মীভূত দুটি বাড়ি, মাথায় হাত দুই পরিবারের

খরিবাড়ির কল্যাণপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শর্ট সার্কিট ও সিলিন্ডার বিস্ফোরণে দুটি ফাঁকা বাড়ি পুড়ে ছাই। দ্রুত দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নকশালবাড়ি
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৭:০১

বৃহস্পতিবার গভীর রাতে খরিবাড়ির কল্যাণপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পাশাপাশি দুটি বসত বাড়ি। ঘটনাস্থল সূত্রে জানা গিয়েছে, ওই সময়ে বাড়ি ফাঁকা ছিল। দুই পরিবারের সদস্যরা একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গিয়েছিলেন।

হঠাৎই বাড়ির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ছুটে যান। সামনে গিয়ে তারা আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নকশালবাড়ি দমকল বিভাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজ শুরু হয়।

অনুমান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ততক্ষণে দুটি বাড়িই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ এবং বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায়। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।


Share