Road accident

ধূপগুড়িতে ভয়াবহ পথদুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের পা দুই টুকরো, গুরুতর আহত স্ত্রীও

ধূপগুড়িতে ডাম্পারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনার শিকার সেনা জওয়ান ও তাঁর স্ত্রী। বিশ্বনাথের ডান পায়ের উপর দিয়ে ডাম্পার চলে যাওয়ায় হাঁটুর নীচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তডিঘড়ি আহত দম্পতিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

দুর্ঘটনাগ্রস্ত সেনা জওয়ান
নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩

ধূপগুড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম অবসরপ্রাপ্ত সেনা জওয়ান বিশ্বনাথ বোস এবং তাঁর স্ত্রী। রবিবার রাতে অনুষ্ঠান শেষে বাইকে করে বাড়ি ফেরার পথে গিলান্ডি সেতু সংলগ্ন জাতীয় সড়কে একটি ডাম্পার পিছন দিক থেকে তাঁদের মোটর বাইককে ধাক্কা মারে। তীব্র আঘাতে রাস্তার উপর ছিটকে পড়েন ওই দম্পতি। সেই সময় ডাম্পারের চাকা বিশ্বনাথের ডান পায়ের উপর দিয়ে চলে গেলে হাঁটুর নীচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। 

ঘটনার পরে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে। তাঁরা তডিঘড়ি আহত দম্পতিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসীর অভিযোগ, গিলান্ডি সেতুর সংকীর্ণ অংশ এবং বেপরোয়া ডাম্পার চালকদের কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তা চওড়া হলেও সেতুর প্রস্থ না বাড়ায় দু’টি গাড়ি একসঙ্গে চলাচল করতে গেলে বিপদের আশঙ্কা তৈরি হয়। তাঁদের প্রশ্ন, নিয়মিত দুর্ঘটনা সত্ত্বেও পুলিশ কেন গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয়দের দাবি, অবিলম্বে সেতু প্রশস্তকরণ এবং কড়া নজরদারি না থাকলে আরও প্রাণহানি ঘটতে পারে।


Share