Drug Smuggling

শিলিগুড়ি থেকে কলকাতায় গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, ধৃত বাঘাযতীন কলোনির যুবক

শিলিগুড়ি জংশন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কলকাতায় পাচার করা হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শিলিগুড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৩:২১

গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। বুধবার রাত প্রায় ১১টা নাগাদ শিলিগুড়ি জংশন এলাকা থেকে ৩২ কেজি গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে এক যুবক মাদক সহ কলকাতাগামী বাস ধরার অপেক্ষায় রয়েছে। খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ দ্রুত অভিযান চালায়। অভিযানে স্কোয়াশ ভর্তি দুটি বস্তা থেকে উদ্ধার হয় মোট পাঁচ প্যাকেট গাঁজা, যার ওজন প্রায় ৩২ কেজি। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের উপস্থিতিতে ধৃত যুবক শশি কর-কে গ্রেফতার করা হয়। তার বাড়ি শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি কোচবিহার থেকে গাঁজা এনে কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে হাজির করানো হবে। ঘটনার তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ।


Share