Couple Murder

কুল গাছ কাটাকে কেন্দ্র করে ভয়াবহ পরিণতি, কোচবিহারের নিশিগঞ্জে খুড়তুতো দাদার হাতে জোড়া খুন, তদন্তে পুলিশ

কুল গাছ কাটাকে কেন্দ্র করে কোচবিহারের নিশিগঞ্জে দিলীপ ও শম্পা বর্মনের ওপর খুড়তুতো দাদার নৃশংস হামলা। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে নিহত দম্পতি, তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৬:২১

বুধবার কোচবিহার জেলার নিশিগঞ্জে জোড়া খুন। কুল গাছ কাটাকে কেন্দ্র করে সামান্য বিবাদের জেরে খুড়তুতো দাদার হাতে প্রাণ হারাল দিলীপ বর্মন ও তাঁর স্ত্রী শম্পা বর্মন। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিশিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাকুয়াটারি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সীমানায় থাকা একটি কুল গাছ কাটাকে কেন্দ্র করে দিলীপ বর্মনের সঙ্গে তাঁর খুড়তুতো দাদার বচসা শুরু হয়। অভিযোগ, বিবাদ চলাকালীন হঠাৎই অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে দিলীপবাবুর ওপর চড়াও হন। স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী শম্পা বর্মনকেও এলোপাথাড়ি কোপানো হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দম্পতি। স্থানীয়রা ছুটে আসার আগেই পালিয়ে যায় অভিযুক্ত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানা ও নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। সেখানে পৌঁছে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মাথাভাঙ্গার এসডিপিও সমরেণ হালদার জানান, অভিযুক্তকে ধরতে তদন্ত শুরু হয়েছে। 


Share