শেষ হল এ বছরের দ্বিতীয় লোক আদালত। দেশের সব রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে রয়েছে এই রাজ্যেও। ৩০ লক্ষের বেশি দেওয়ানি মামলার শুনানি হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ (এসএলএসএ)। এই বারের লোক আদালতে দু’শো কোটি টাকার নিস্পত্তি হয়েছে।?
শনিবার রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ (এসএলএসএ) জানিয়েছে, এই লোক আদালতে মোট ৪০০টি বেঞ্চ গঠন করা হয়েছে। মোট তিন লক্ষ ২২ হাজার ৩২৩ টি মামলার শুনানি হয়েছে। সেই বেঞ্চেই দু’লক্ষ ৭০ হাজার ৫৬৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ (এসএলএসএ) এ-ও জানিয়েছে এই বারের লোক আদালতে দু’শো কোটি টাকার বেশি নিষ্পত্তি হয়েছে।?
আজ, শনিবার কলকাতার সিটি সিভিল কোর্টে প্রদীপ জ্বালিয়ে শুরু হয়েছে লোক আদালত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তথা রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষের এক্সেকিউটিভ চেয়ারম্যান সৌমেন সেন। তিনি বলেন “আমারা এ রাজ্যের প্রত্যন্ত গ্রামে যাতে পরিষেবা পৌঁছে দিতে পারি, তার জন্য বদ্ধপরিকর।” পাশাপাশি তিনি এ-ও বলেন, “আইন ব্যবস্থা ধোনিদের জন্য হয়ে যাচ্ছে। প্রত্যন্ত গরিব যারা আছেন তাদের পক্ষে খরচ করা সম্ভব হচ্ছে না। তার সেই উদ্দেশেই এই প্রয়াস। সকলে এক সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে।” তিনি সাধারণ মানুষকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার উপদেশ দিয়েছেন।?
এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের মেম্বার সেক্রেটারি দিব্যেন্দু নাথ, শহর দেওয়ানি আদালতের রেজিস্ট্রার তথা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি অর্ণব ঘোষাল এবং ডেপুটি সেক্রেটারি পুনম সিঙ্ঘি।?