Road Accident

বালিভর্তি ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু যুবকের, বিষ্ণুপুরে ভয়াবহ দুর্ঘটনা

বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরে ঘটনাটি ঘটেছে। চলন্ত একটি বাইকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ডাম্পারটি। মৃতের নাম অভিজিৎ নন্দীর মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরবাইক চালক।

দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার
নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:০৩

বালিভর্তি ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু হল যুবকের। চলন্ত মোটরবাইকে ধাক্কা মেরে রাস্তার ধারে বালিভর্তি ডাম্পার উল্টে যায়।বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ভগৎ সিং মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভিজিৎ নন্দী। তাঁর বাড়ি গোপালপুর এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরবাইক চালক প্রদীপ পাল।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বালিভর্তি একটি ডাম্পার বিষ্ণুপুর বাইপাস ধরে ভগৎ সিং মোড় থেকে বিড়াই মোড়ের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ, ডাম্পারটির গতি ছিল অত্যন্ত বেশি। বিড়াই মোড়ের কাছে পৌঁছোতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি একটি মোটরবাইকে ধাক্কা মারে। এর পরেই ডাম্পারটি রাস্তার ধারে উল্টে যায়।

ঠিক সেই সময় চায়ের দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন স্থানীয় যুবক অভিজিৎ নন্দী। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি উল্টে গেলে তিনি তার নীচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিতের। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ডাম্পারের তলা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরবাইক চালকও গুরুতর জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।


Share