Ganga Sangar Mela Safety Drive

শীতের মাঝেই গঙ্গাসাগর মেলা ২০২৬, প্রস্তুতিতে তৎপর নবান্ন

শীত বাড়তেই সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলার জোর প্রস্তুতি। ১০ থেকে ১৬ জানুয়ারি চলা এই মহামেলায় ভিড় সামলাতে নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা উচ্চপর্যায়ের বৈঠকে নিরাপত্তা ও নজরদারিতে জোর, দফতরগুলিকে বিশেষ নির্দেশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০১:৪৪

রাজ্যজুড়ে শীত বাড়তেই সাগরদ্বীপে শুরু হচ্ছে আগামী বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। ২০২৬ সালের ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থী এখানে আসেন, এ বছরও ভিড় সেই মাত্রায় হবে বলেই মনে করা হচ্ছে।

এই বিশাল সমাগমকে নির্বিঘ্ন রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবারই নবান্ন থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে— ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে চার'টেয় নবান্ন সভাঘরে হবে এই বৈঠক। মুখ্যসচিব মনোজ পন্থ, ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ছাড়াও বিভিন্ন দফতরের মন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন। সুন্দরবন উন্নয়ন, পরিবহণ, পূর্ত, বিদ্যুৎ, খাদ্য, দমকল, পরিবেশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিদেরও ডাক দেওয়া হয়েছে। পুলক রায়ের দফতরকেও বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রয়াগরাজের কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু দেশজুড়ে চাঞ্চল্য ফেলেছিল। সেই ঘটনার পর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আরও কঠোর নজরদারি ও প্রস্তুতির উপর জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। সরকারি সূত্রে জানা গেছে, এ বছর মেলার প্রায় ৮০ শতাংশ দায়িত্ব থাকবে জনস্বাস্থ্য কারিগরি দফতরের হাতে।

এক আধিকারিকের মতে, মুখ্যমন্ত্রী প্রতি বছরই মেলা উপলক্ষে প্রস্তুতি-বৈঠক করেন। তবে কুম্ভমেলার দুর্ঘটনার অভিজ্ঞতার পরে এবার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, সমস্ত দফতরের সমন্বয়ে এ বছরের গঙ্গাসাগর মেলা আরও সুসংগঠিত ও নিরাপদভাবে সম্পন্ন হবে।


Share