Debt of West Bengal under TMC continues

ঋণ নেওয়ার নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থা ‘উদ্বেগজনক’, পঞ্জাবের পরেই রয়েছে রাজ্যের অবস্থান রিপোর্ট দিল সিএজি

সিএজির দাবি, পশ্চিমবঙ্গের ঋণ এবং জিএসডিপির অনুপাত ৩৩.৭ শতাংশ। পশ্চিমবঙ্গ ঋণ নিয়ে মূলত সরকারি কর্মচারীদের বেতন, বিভিন্ন সরকারি প্রকল্পে ভর্তুকি এবং প্রশাসনিক যাবতীয় খরচের কাজে লাগানো হয়েছে। রাজ্যের আর্থিক স্বাস্থ্যের উন্নতির জন্য কোনও নতুন সম্পদ রাজ্যে তৈরি করতে পারেনি বলেও জানিয়েছে সিএজি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৬

ঋণে জর্জরিত তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ। রাজ‍্যের জিএসডিপি (গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট)-র নিরিখে ঋণের অনুপাত ক্রমাগত বৃদ্ধি পেয়েই চলেছে। আম আদমি পার্টি শাসিত পঞ্জাবের পরেই রয়েছে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের স্থান। এমনই তথ্য প্রকাশ করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। গত শুক্রবার সিএজি কে সঞ্জয় মূর্তি এই প্রতিবেদন প্রকাশ করেছেন। 

শুক্রবার ১৯ সেপ্টেম্বর স্টেট ফাইন্যান্স সচিবদের কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে দেশের মোট ২৮টি রাজ‍্য কী ভাবে নিজেদের অর্থনীতি সামলাচ্ছে, তা দেখানো হয়। এর মধ্যে পঞ্জাব এবং পশ্চিমবঙ্গের সরকারি ঋণের বোঝা গত এক দশকে বিপুল হারে বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। যা উদ্বেগজনক বলে মনে করছেন কনফারেন্সের আয়োজকেরা। সিএজির দাবি, পশ্চিমবঙ্গের ঋণ এবং জিএসডিপির অনুপাত ৩৩.৭ শতাংশ। পশ্চিমবঙ্গ ঋণ নিয়ে মূলত সরকারি কর্মচারীদের বেতন, বিভিন্ন সরকারি প্রকল্পে ভর্তুকি এবং প্রশাসনিক যাবতীয় খরচের কাজে লাগানো হয়েছে। রাজ্যের আর্থিক স্বাস্থ্যের উন্নতির জন্য কোনও নতুন সম্পদ রাজ‍্য তৈরি করতে পারেনি বলেও জানিয়েছে সিএজি।

সিএজি-র ওই রিপোর্টে বলা হয়েছে, গত এক দশকে দেশের ২৮টি রাজ্যের মোট সরকারি ঋণ তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তারা জানিয়েছে, ২০১৩-১৪ সালে রাজ্যগুলির সম্মিলিত ঋণ ছিল ১৭ লক্ষ ৫৭ হাজার কোটি টাকা। ২০২২-২৩ সালে তা বেড়ে হয়েছে ৫৯ লক্ষ ৬০ হাজার কোটি টাকায় পৌঁছে গিয়েছে। সিএজি রিপোর্টে দাবি করা হয়েছে, যে রাজ্যগুলির এই ঋণ এবং জিএসডিপি-র অনুপাত দেশের মধ্যে সব থেকে বেশি তাদের অর্থনীতি বিপদজনক অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। যদিও সিএজির এই রিপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

তবে বেহাল শিল্পের অবস্থা নিয়ে বারে বারে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে বিধেছে বিরোধী দল বিজেপি। আগামী বছর বিধানসভা নির্বাচন। বিজেপির দাবি, নির্বাচনে তারা ক্ষমতায় এলে রাজ‍্যে শিল্প উন্নয়ন হবে। তৈরি হবে নতুন সম্পদ। কিন্তু কোন পথে সেই সম্পদ তৈরি হবে তা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বও কোনও নির্দিষ্ট দিশা দেখাতে পারেননি।


Share