Huge Quantity of Natural Gas Found in Andaman Basin

আন্দামান সাগরের বেসিনে সন্ধান মিলল বিপুল পরিমাণে প্রাকৃতিক গ‍্যাসের, বড় সাফল্য দেশের, সমাজমাধ্যমে জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

গতরাতে সামাজমাধ্যমে মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, আন্দামান সাগরে এক “শক্তির সমুদ্র” খুলে গেছে। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে আন্দামানের বেসিনে হাইড্রোকার্বনের উপস্থিতি নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। এ বার তার উপস্থিতি নিশ্চিত করতে পেরে দেশের বড় সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।

হরদীপ সিংহ পুরী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট:২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫০

বড় সাফল্য ভারতের। বিপুল পরিমাণে প্রাকৃতিক গ‍্যাসের সন্ধান মিলল আন্দামান বেসিনে। এই বেসিন পূর্ব আন্দামান দ্বীপপুঞ্জ থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। কূপের নাম ‘শ্রী বিজয়পুরম-২’। শনিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

আনন্দ প্রকাশ করে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, ‘শ্রী বিজয়পুরম–২’ কূপ আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে ৯.২ নটিক্যাল মাইল অর্থাৎ ১৭ কিমি দূরে অবস্থিত। এটি ২৯৫ মিটার সমুদ্রের জলের নীচে রয়েছে। ওই কূপের দুই হাজার ৬৫০ মিটার লক্ষ্যমাত্রা গভীরতায় প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

কেন্দ্রীয় মন্ত্রী কথায়, সেখানে সে প্রাকৃতিক গ্যাস রয়েছে, তা কূপের দু’হাজার ২১২ থেকে দু’হাজার ২৫০ মিটার গভীরতার মধ্যে প্রাথমিক উৎপাদন পরীক্ষায় তার উপস্থিতি প্রমাণিত হয়ে গিয়েছে। যেখানে মাঝে মধ্যে ফ্লেয়ারিংও দেখা গিয়েছে বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, সেখানকার প্রাকৃতিক গ্যাসের নমুনা জাহাজে করে কাকিনাড়ায় আনা হয়। করা হয়েছে নমুনার পরীক্ষা। তাতে দেখা গিয়েছে, ওই গ‍্যসে ৮৭ শতাংশ মিথেন রয়েছে। তবে সেখানে কী পরিমাণ গ্যাস মজুত আছে, এবং তা বাণিজ্যিক ভাবে কতটা লাভজনক হবে তা আগামী মাসগুলিতে যাচাই করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

পুরী বলেন, “গত মাসে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা ‘ডিপওয়াটার মিশন’–এর অধীনে আমাদের উপকূলীয় বেসিনে বহু কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর দ্বারা যেমন নতুন আবিষ্কার করা সম্ভব হবে তেমন আমাদের হাইড্রোকার্বন সম্পদকে সম্পূর্ণভাবে কাজে লাগানো যাবে।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্বাধীনতা দিবসের ভাষণে জাতীয় ‘ডিপওয়াটার এক্সপ্লোরেশন মিশন’-এর ঘোষণা করেছিলেন। যাতে সমুদ্রের তেল ও গ্যাস মজুত অনুসন্ধান করা যাবে। তিনি একে “সমুদ্র মন্থন” আখ্যা দিয়ে বলেছিলেন, “এটিকে মিশন মোডে কার্যকর করা হবে, যা শক্তিক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার পথে আরেকটি বড় পদক্ষেপ হতে পারে।”

গতরাতে সামাজমাধ্যমে মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান, আন্দামান সাগরে এক “শক্তির সমুদ্র” খুলে গেছে। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে আন্দামানের বেসিনে হাইড্রোকার্বনের উপস্থিতি নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। এ বার তার উপস্থিতি নিশ্চিত করতে পেরে দেশের বড় সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।


Share