Delhi Police Arrested Two Illegal Bangladeshi

দিল্লিতে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার দুই যুবক, অবৈধ ভাবে ভারতে বসবাস করার অভিযোগ, ধৃতদের মধ্যে এক জন মাদক পাচারের অভিযুক্ত

দিল্লির দক্ষিণ-পশ্চিমের ডেপুটি কমিশনার অমিত গোয়েল বলেন, “দিল্লি পুলিশ অবৈধ ভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করার বিশেষ অভিযান চলছে। সেই অভিযানেই এই দু’জন গ্রেফতার হয়েছে।”

বাংলাদেশি সন্দেহে গ্রেফতার দু’জন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট:২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪০

দিল্লিতে ফের বাংলাদেশি সন্দেহে দুই যুবক গ্রেফতার করল পুলিশ। গত রবিবার দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা থেকে তাদের গ্রেফতার করেছে। ধৃতদের নাম শিশির হুবার্ট রোজারিও এবং মহম্মদ তৌহিদুর রহমান। অভিযোগ, দুই যুবক ২০১৪ সাল থেকে বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করছিল। এ ছাড়াও এদের মধ্যে একজন মাদক পাচারের অভিযোগে আগে গ্রেফতার হয়েছিল।

দিল্লি পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর আসে, কিছু অবৈধ বাংলাদেশি যুবক দিল্লির মহিপালপুরে বসবাসের জন্য বাড়ি খুঁজছে। এর পরেই সন্দেহভাজনদের সঙ্গে পুলিশের একটি দল যোগাযোগ করে। তাদের কাছ থেকে চাওয়া হয় ভারতীয় পরিচয়পত্র। পুলিশের দাবি, তারা বৈধ কোনও ভারতীয় কাগজপত্র দেখাতে পারেনি। তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের জেরায় ধৃতেরা স্বীকার করে, গত ১১ বছর আগে তারা ভারতে এসেছিল। তারা এ-ও জানায়, বাংলাদেশে পাসপোর্ট এবং ভিসার মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতদের মোবাইল ফোন এবং সমাজমাধ্যমের একাউন্ট পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশের থাকা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই দু’জনের পরিবারের থেকে বাংলাদেশের পরিচয়পত্র এবং জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়েছে।

পুলিশ সুত্রের খবর, শিশির হুবার্ট রোজারিও (৩৫) বাংলাদেশের গাজিপুরের বাসিন্দা এবং মহম্মদ তৌহিদুর রহমান (৩৩) কক্স বাজারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৌহিদুর রহমান এর আগে মাদক পাচার মামলায় গ্রেফতার হয়েছিল। হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৪০ থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

দিল্লির দক্ষিণ-পশ্চিমের ডেপুটি কমিশনার অমিত গোয়েল বলেন, “দিল্লি পুলিশ অবৈধ ভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করার বিশেষ অভিযান চলছে। সেই অভিযানেই এই দু’জন গ্রেফতার হয়েছে।” দিল্লির এফআরআরও অফিসের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share