Accident Took Place Idol Immersion

সেতু থেকে নদীতে পড়ল ট্রাক্টর, প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা মধ‍্যপ্রদেশে, মৃত আট শিশু-সহ ১০ জন

পুলিশের তরফে জানানো হয়েছে, “দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য বহনকারী একটি ট্র্যাক্টর-ট্রলি পান্ধনা এলাকার একটি নদীতে উল্টে যায়। পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর পুকুর থেকে পাঁচ থেকে ছ’জন ভক্ত জীবিত বেরিয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”

মধ‍্যপ্রদেশে চলছে উদ্ধারকাজ।
নিজস্ব সংবাদদাতা, খান্ডোয়া
  • শেষ আপডেট:০২ অক্টোবর ২০২৫ ০৯:৩২

সেতু থেকে ট্রাক্টর-ট্রলি পড়ল সোজা নদীতে। ঘটনাটি ঘটেছে মধ‍্যপ্রদেশের খান্ডোয়ায়। দশমীর দিন প্রতিমা বিসর্জনের জন্য আসছিলেন তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত দশ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে আট জন শিশুও রয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আজ বিজয়া দশমী। দিকে দিকে চলছে প্রতিমা বিসর্জন। সেখানেও বিসর্জন চলছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এ দিন দুপুরে প্রতিমা বিসর্জনের জন্য খান্ডোয়া জেলার পান্ধানা এলাকার আরদলা এবং জামলির গ্রামবাসীরা ট্র্যাক্টর-ট্রলি করে পুকুরে এসে পৌঁছেছিল। কালভার্টে দাঁড়িয়ে থাকার সময় আচমকা ট্রলিটি ভারসাম্য হারিয়ে আওয়ানা নদীতে উল্টে পড়ে যায়। সেই ট্রলিতে ৩০-৩৫ জন লোক ছিল। ট্রলিটিতে প্রয়োজনের চেয়ে বেশি লোক ছিল বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই জেলাশাসক এবং পুলিশের সুপার ঘটনাস্থলে পৌঁছোন। তাঁদের কথায়, অন্তত ২০ থেকে ২৫ জন ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে আনা হয়েছে বুলডোজার। সেটার সাহায্যে ট্রলিটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই দশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, তাদের মধ্যে আটজন শিশুও রয়েছে। পাঁচ থেকে ছ’জন জীবিত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, “দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য বহনকারী একটি ট্র্যাক্টর-ট্রলি পান্ধনা এলাকার একটি নদীতে উল্টে যায়। পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর পুকুর থেকে পাঁচ থেকে ছ’জন ভক্ত জীবিত বেরিয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”

মধ‍্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।" এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পরিবার প্রতি দশ লক্ষ টাকা এবং জখমদের পরিবার প্রতি চার লক্ষ টাকা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সমস্ত মৃতদেহ পান্ধনা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।


Share