Centenary of RSS

‘একশো বছরে ত‍্যাগ, নিঃস্বার্থ সেবা’, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদী, বিশেষ মুদ্রা এবং ডাক টিকিট প্রকাশ করলেন তিনি

এ দিন দুপুরে দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত একশো টাকার মুদ্রা এবং একটি ডাক টিকিট প্রকাশিত হয়েছে।

আরএসএস-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট:০১ অক্টোবর ২০২৫ ১০:৩৬

একশো বছরের পা রাখল দেশের ‘জাতীয়তাবাদী’ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। প্রধানমন্ত্রী মোদী জানান, আরএসএস-এর গৌরবময় একশো বছর ত্যাগ, নিঃস্বার্থ সেবা, দেশ গঠন এবং শৃঙ্খলার একটি অসাধারণ উদাহরণ। বুধবার দিল্লিতে সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি একশো টাকার বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে প্রধানমন্ত্রী একটি বিশেষ ডাক টিকিটও প্রকাশ করেন। বিশেষ নকশায় তৈরি মুদ্রা ও টিকিটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিশেষ অবদানের কথা তুলে ধরা হয়েছে।

এ দিন দুপুরে দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যে একশো টাকার মুদ্রা প্রকাশিত হয়েছে, তাতে প্রথম বারের মতো ‘ভারত মাতার ছবি’ খোদাই করা হয়েছে। মুদ্রাটির এক দিকে রয়েছে অশোক স্তম্ভ।  হিন্দি এবং ইংরেজিতে ‘ভারত’ লেখা রয়েছে। অন্য পিঠে বাহন সিংহের সাথে হাতে ঝান্ডা নিয়ে ‘ভারত মাতা’র চিত্র খোদাই করা হয়েছে। সঙ্গে স্বেচ্ছাসেবকরাও রয়েছেন। ওই সংগঠনের মন্ত্রটিও খেদাই করে লেখা আছে তাতে। স্বাধীন ভারতের ইতিহাসে এমন কয়েন এটাই প্রথম বার প্রকাশিত হল।

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম বারের মতো প্রকাশিত একশো টাকার মুদ্রায় আরএসএস-এর অবদান কতটা সেটাই তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী। ভারতীয় সংস্কৃতি রক্ষার্থে এবং দেশের সেবায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কী ভূমিকা রয়েছে, তা জানিয়ে মোদী বলেন, “আরএসএস-এর গৌরবময় একশো বছর ত্যাগ, নিঃস্বার্থ সেবা, দেশ গঠন এবং শৃঙ্খলার এক অসাধারণ উদাহরণ।” 

বুধবার প্রধানমন্ত্রীর গলায় এ-ও বলতে শোনা যায়, “আজ মহানবমী। নবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। আগামীকাল বিজয়া দশমী উৎসব। এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচারের ‘বিজয় উৎসব’।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ঠিক যেমন ভাবে আজ থেকে একশো বছর আগে এক শুভ দিনে প্রতিষ্ঠা হয়েছিল আরএসএস। এই ঘটনা একেবারেই কাকতালীয় নয়। এটা ছিল হাজার বছরের ধারাবাহিক ঐতিহ্যের পুনঃজাগরণ। আমরা সৌভাগ্যবান যে, সংঘের শতবর্ষ প্রত্যক্ষ করতে পারছি। জাতির সেবার সংকল্পে নিবেদিত সকল সেচ্ছাসেবককে শুভেচ্ছা জানাই।’

এ ছাড়াও প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘সঙ্ঘ নিজেই অন্যদের লালন পালন করে। দেশের সাধারণ মানুষের জন্য সব রকমের কাজ করে সঙ্ঘ।“


Share