Supreme Court dismisses plea seeking ban on Salman Rushdie’s novel ‘The Satanic Verses’

সলমন রুশদির উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

১৯৮৮ সালে রুশদির উপন্যাস নিষিদ্ধ করার তৎকালীন রাজীব গাঁধী সরকারের দেওয়া আদেশ ২০২৪ সালের নভেম্বর মাসে বাতিল করে দেয় দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের আদেশের উদ্ধৃতি দিয়ে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করেছিলেন।

সলমন রুশদি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৬

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সলমন রুশদির উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 
সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের নভেম্বর মাসে দিল্লি হাইকোর্টের আদেশের পর আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী আইনজীবী চাঁদ কুরেশি সুপ্রিম কোর্টে ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর দেশে পাওয়া নিয়ে আপত্তি জানান। তবে সুপ্রিম কোর্টের চারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ আবেদনকারীদের কোনও ছাড় দেয়নি এবং শুক্রবার আবেদনটি খারিজ করে দেয়। 
উল্লেখ্য, ১৯৮৮ সালে কেন্দ্রের সরকারে ছিল রাজীব গাঁধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। সেই সময়ই বহুল আলোচিত উপন‍্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ ভারতে নিষিদ্ধ হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২০১৯ সালে দিল্লি কোর্টে একটি মামলা হয়। বিচারপতি রেখা পাল্লির নেতৃত্বাধীন বেঞ্চ সেই পিটিশনের পর্যবেক্ষণ করে। 
কোর্টের পর্যবেক্ষণের পর নির্দেশে বলা হয়, আবেদনকারী বইটির বিষয়ে সমস্ত পদক্ষেপ গ্রহণের অধিকারী হবেন। এই মামলায় কোর্টে পিটিশনার দাবি করেছিলেন, তিনি কোর্টে বইটি আনতে পারছেন না। এই বই আমদানি ভারতে নিষিদ্ধ রয়েছে। কারণ ‘সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস’-এর তরফে বইটির আমদানি নিষিদ্ধ। তিনি আরও জানান, এ নিয়ে ১৯৮৮ সালের ৫ অক্টোবর নোটিফিকেশন (বিজ্ঞপ্তি) দেওয়া হয়। তিনি জানান, যদিও নোটিফিকেশনটি কোনও ওয়েবসাইটেও নেই। এমনকি অফিসারদের কাছেও তা নেই। কোর্ট বিষয়টি লক্ষ্য করে যে, ওই নোটিফিকেশন কোর্টে পেশ করা হয়নি। 
২০২৪ সালের নভেম্বর মাসে দিল্লি হাইকোর্টের বেঞ্চ জানায়, বিষয়টি নিয়ে যাঁদের জবাব দেওয়ার কথা তাঁদের মধ্যে কেউই ১৯৮৮ সালের ৫ অক্টোবরের উল্লিখিত বিজ্ঞপ্তিটি উপস্থাপন করতে পারেননি। তার জেরে আবেদনকারী কথিতভাবে ক্ষুব্ধ হয়েছেন। আদালত বলছে, বিজ্ঞপ্তি যাদের তরফে দেওয়া হয়েছে এই মামলা চলাকালীন তারাও তা কোর্টে পেশ করতে পারেনি।ফলে কোর্ট ধরে নেয় এমন কোনও বিজ্ঞপ্তিই ছিল না। যার জেরে ৩৬ বছর বাদে ভারতে সলমন রুশদির লেখা বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। 

 


 


Share