Death Due to Drowning at Arabian Sea

পিকনিক করতে এসে আরব সাগরে ডুবে গিয়ে একই পরিবারের চার জনের মৃত্যু, নিখোঁজ তিনজন, চলছে তল্লাশি অভিযান

শুক্রবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একই পরিবারের আটজন সদস্য এ দিন পিকনিকে এসেছিলেন। তাঁদের মধ্যে দু’জন সিন্ধুদুর্গের বাসিন্দা এবং বাকি ছ’জন বেলগাঁও থেকে পিকনিক করতে এসেছিলেন।

আরব সাগরে ডুবে গিয়ে মৃত্যু চার জনের।
নিজস্ব সংবাদদাতা, মুম্বই
  • শেষ আপডেট:০৪ অক্টোবর ২০২৫ ১২:০৭

সমুদ্র সৈকতে ভয়াবহ দুর্ঘটনা। আরব সাগরে ডুবে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। তিনজন নিখোঁজ রয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার শিরোদা-ভেলাগড় সমুদ্র সৈকতে একই পরিবারের আটজন পিকনিক করতে এসেছিলেন। সেই সময়ে দুর্ঘটনাটি ঘটে। এক জনকে উদ্ধার করেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একই পরিবারের আটজন সদস্য এ দিন পিকনিকে এসেছিলেন। তাঁদের মধ্যে দু’জন সিন্ধুদুর্গের বাসিন্দা এবং বাকি ছ’জন বেলগাঁও থেকে পিকনিক করতে এসেছিলেন। পুলিশ সূত্রের খবর, পরিবারের আটজন সদস্যই একসাথে সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন। কিন্তু তারা জলের গভীরতা বুঝতে না পেরে কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করেন। 

এর পরেই স্থানীয় পুলিশের কাছে খবর যায়। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে এসে পৌঁছোয়। শুরু হয় উদ্ধারকাজ। ওই পরিবারের এক কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত চারটি দেহ উদ্ধার করেছে। তবে ওই পরিবারের তিন জনের এখনও খোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের খোঁজে শুক্রবার গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েছে।


Share