Stampede In A Political Rally At Tamilnadu

তামিলনাড়ু পদপিষ্টকান্ডে মৃতের সংখ‍্যা বেড়ে ৩৯, ‘ম‍্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে’, জানালেন স্ট‍্যালিন

এই ঘটনায় শোকপ্রকাশ করে বিজয় সমাজমাধ‍্যমে লেখেন, “এই পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। এই দুর্ঘটনায় আমি এতটাই শোকস্তব্ধ যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি মৃতদের পরিবারকে সমবেদনা ও সহানুভূতি জানাই। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি।”

পদপৃষ্ঠের ঘটনায় বাড়ল মৃতের সংখ‍্যা।
নিজস্ব সংবাদদাতা, কারুর
  • শেষ আপডেট:২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২১

তামিলনাড়ুতে পদপিষ্ট হতে মৃতের সংখ‍্যা বৃদ্ধি পেল। শনিবার তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা বিজয়ের জনসভায় মাত্রাতিরিক্ত ভিড়কে দায়ী করা হচ্ছে। গতকাল রাত পর্যন্ত ৩৬ জনের মৃত‍্যুর খবর মেলে। রবিবার ভোরে মুখ‍্যমন্ত্রী স্ট‍্যালিন জানিয়েছেন, ওই ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত‍্যু হয়েছে। তার মধ‍্যে শিশু এবং মহিলাও রয়েছে। 

সম্প্রতি অভিনেতা বিজয় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। শনিবার চেন্নাই থেকে ৪০০ কিলোমিটার দুরে করুরে জনসভা ছিল। সেই সভাতেই প্রধান বক্তা ছিলেন বিজয়। ওই জনসভায় ৩৯ জনের মৃত‍্যুর পাশাপাশি ৫১ জন যখম হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। রাতেই হাসপাতালে দেখা করতে যান তামিলনাড়ুর মুখ‍্যমন্ত্রী স্ট‍্যালিন। আহতদের সঙ্গে কথা বলেন। তিনি মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। পরিবার পিছু এক লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমি রাজনৈতিক উদ্দেশ‍্যে কোনও মন্তব‍্য করতে চাই না। তদন্তে সত‍্য উঠে আসবে। সত‍্য প্রকাশের পরেই কঠোর পদক্ষেপ করা হবে।”

জানা গিয়েছে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র তরফ থেকে দশ হাজার মানুষ নিয়ে জনসভা করার আবেদন জানানো হয়। কিন্তু প্রত‍্যাশার বাইরে গিয়ে ভিড় হয়েছে বলে স্বীকার করেছেন তামিলনাড়ু পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জি ভেঙ্কটরমন। ডিজি বলেন, “সভার উদ‍্যোগক্তারা দশ হাজার মানুষের জন‍্য অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেখানে তিন গুণ মানুষ জনসভায় চলে আসেন।” তিনি সংবাদমাধ‍্যমকে এ-ও জানান, “এর আগে টিভিকে-র সভায় এতো লোক হয়নি। এ বারে ভিড় বেশি ছিল। দশ হাজার মানুষের সমাগম হবে, এমনটা ধরে নিয়ে বড় মাঠের জন‍্য আবেদন জানিয়ে আবেদন জানিয়েছিল। কিন্তু ওই মাঠে অন্তত ২৭ হাজার মানুষের জড় হন।”

পুলিশ জানিয়েছে, বিজয় জনসভায় আসতে অনেকটা দেরী করেন। নির্ধারিত সময়ে সভাস্থলে না পৌঁছানোয় ভিড় আরও বড়তে থাকে। বিজয়কে দেখতে অধীর আগ্রহে অনুগামীরা অপেক্ষারত অবস্থায় ছিলেন। তামিলনাড়ু পুলিশের দাবি, টিভিকে দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত জনসভার অনুমতি নেওয়া হয়েছিল। অভিনেতা বিজয়কে দেখতে সাকাল ১১টা থেকেই ভিড় জমিয়ে ছিল অনুগামীরা। বিজয় প্রচার গাড়িতে ওঠেন সন্ধ‍্যা ৭টা ৪০ মিনিট নাগাদ। ডিজি বলেন, “সেখানে মানুষেরা অনেক ক্ষণ ধরে জল এবং খাবার ছাড়া অপেক্ষা করছিলেন। ডিজি আরও বলেন, “ঠিক কী ঘটেছিল, তা তদন্তের পরেই প্রকাশ‍্যে আসবে।”

পদপৃষ্ঠ হওয়ার ঘটনাটি ঘটেছে সন্ধ‍্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ। তার কিছুক্ষণ আগেই বক্তব‍্য রাখতে উঠেছিলেন বিজয়। সেই সময় আচমকা তাঁকে দেখতে ঠেলাঠেলি শুরু হয়। টাল সামলাতে না পেরে অনেকে পড়ে যান। তাদের ওপর দিয়েই অভিনেতার ছোঁয়া পেতে পিছন থেকে বিপুল সংখ‍্যক লোক চলে আসেন। বক্তব‍্য থামিয়ে দেন বিজয়। ততক্ষণে অনেকে প্রাণ হারিয়ে ফেলেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় শোকপ্রকাশ করে বিজয় সমাজমাধ‍্যমে লেখেন, “এই পদপিষ্টের ঘটনায় আমি মর্মাহত। এই দুর্ঘটনায় আমি এতটাই শোকস্তব্ধ যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি মৃতদের পরিবারকে সমবেদনা ও সহানুভূতি জানাই। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করি।”

শনিবারে তামিলনাড়ুর ঘটনার শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমাজমাধ‍্যমে লিখেছেন, “অত‍্যন্ত দুঃখজনক ঘটনা। এমন ঘটনা আমাকে ব‍্যাথিত করেছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতেরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছি।” এর পাশাপাশি মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Share