IAF chief hails Operation Sindoor

বায়ুসেনা দিবসে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ক্ষয়ক্ষতির তথ্য দিলেন প্রধান অমরপ্রীত সিংহ

অপারেশন সিঁদুরকে চলতি বছরে ভারতীয় সেনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান বলে ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, এই অভিযানে তার পরিচয় পাওয়া গিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে আঘাত করেছে ভারত।

বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৩ অক্টোবর ২০২৫ ০৪:০৪

অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে। তার মধ্যে রয়েছে আমেরিকার তৈরি এফ-১৬ বিমানও।  আজ বায়ুসেনা দিবস উপলক্ষে সাংবাদিক বৈঠকে ফের এ কথা জানালেন দেশের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ।
অপারেশন সিঁদুরকে চলতি বছরে ভারতীয় সেনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান বলে ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, এই অভিযানে তার পরিচয় পাওয়া গিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে আঘাত করেছে ভারত। 
অমরপ্রীত এ দিন জানান, একটি বিষয়ই ভারত এবং পাকিস্তানের এই সংঘর্ষে নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছিল। তা হল দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (এসএএম)। তার মাধ্যমে পাকিস্তানের মাটিতে ৩০০ কিলোমিটার ভিতরে ঢুকে আঘাত হানতে পেরেছিল ভারত। 
অমরপ্রীত বলেন, ‘‘পাকিস্তানের এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির পাঁচটি যুদ্ধবিমান আমরা ধ্বংস করেছি। ভারতের হামলায় পাকিস্তানের বেশ কিছু র‌্ডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে এবং হ্যাঙ্গার ধ্বংস হয়েছে।’’ তবে কোন অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডের ৩০০ কিলোমিটার গভীরে আঘাত করা হয়েছে, তা স্পষ্ট করেননি বায়ুসেনা প্রধান। 
বায়ুসেনা প্রধান জানিয়েছেন, অত্যন্ত স্পষ্ট উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে সিঁদুর অভিযানে নেমেছিল ভারত। দ্রুত পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমরা নিখুঁত ভাবে নিশানা করতে পেরেছি, অপারেশন সিঁদুরের এক রাতেই ওদের কাবু করতে পেরেছি। আমাদের তরফে হতাহতের সংখ্যা ছিল ন্যূনতম।’’ 
এই অভিযানে নৌসেনা এবং স্থলসেনার সঙ্গে বায়ুসেনার যৌথ পরিকল্পনা এবং পারস্পরিক সামঞ্জস্যের প্রমাণও মিলেছে বলে জানিয়েছেন তিনি।


Share