Bihar Election Date Announced

বেজে গেল বিহারে ভোটের দামামা, দু’দফায় ২৪৩টি আসনে হবে ভোটগ্রহণ, ফল ঘোষণা ১৪ নভেম্বর

এ বারে বিএলওদের পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে। এটি দেশের নির্বাচনের ইতিহাসে প্রথম বলে দাবি করেছেন কমিশনার জ্ঞানেশ কুমার।এর পাশাপাশি দেশের আটটি রাজ্যে আটটি আসনে বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট:০৬ অক্টোবর ২০২৫ ০৬:০৭

বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। বিহারে মোট আসন সংখ্যা ২৪৩টি। সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে দু’দফায় হবে ভোটগ্রহণ। সেই রাজ‍্যে আগামী ৬ এবং ১১ নভেম্বর হবে ভোটগ্রহণ। ১৪ নভেম্বর হবে ভোট গণনা। এর পাশাপাশি আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিহারে প্রথম দফার ১২১টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ১০ অক্টোবর প্রথম দফার ১২১টি আসনে ভোটের গেজেট নোটিফিকেশন হবে। ১৩ অক্টোবর দ্বিতীয় দফায় ১২২টি আসনের জন্য ভোটের নির্ঘণ্ট জারি করা হবে। প্রথম দফায় যে সব আসনে নির্বাচন রয়েছে, সেখানে রাজনৈতিক দলের প্রার্থীরা ১৭ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়া শেষ তারিখ ২০ অক্টোবর। প্রথম এবং দ্বিতীয় দফার মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ এবং ২৩ অক্টোবর। প্রথম দফার ভোটগ্রহণ হবে ৬ নভেম্বর। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। বিহারে কে ক্ষমতায় আসবে, তা নির্ধারণ হবে আগামী ১৪ নভেম্বর।

সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে কড়া নিরাপত্তার বলয়ে ২৪৩টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। দু’দফায় শেষ করতে হবে ভোটগ্রহণ পর্ব। ২৪৩টি আসনের মধ্যে তপশিলি জাতি এবং উপজাতি সংরক্ষিত আসন রয়েছে যথাক্রমে ৩৮টি এবং দু’টি। এ বারের বিহারে সাত লক্ষ ৪৩ লক্ষ ভোটার রয়েছে। তার মধ্যে তিন লক্ষ ৯২ হাজার পুরুষ এবং তিন লক্ষ ৫০ হাজার মহিলা ভোটার রয়েছে। মোট ভোটারের মধ্যে চার লক্ষ ৪৪ হাজার প্রবীণ ভোটার রয়েছেন। এ বারে বিহারে প্রথম বারের জন্য ভোট দেবেন ১৪ লক্ষ এক হাজার ভোটার।

প্রতিটি বুথে কত জন ভোটার থাকবেন, সেই সংখ্যাও নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ১২০০ বেশি ভোটার একটি বুথে থাকবে না। কোন বুথে বেশি হচ্ছে তার দিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে মোট বুথের সংখ্যা ৯০ হাজার ৭১২ হাজার। এর মধ্যে শহর এবং শহরতলি মিলিয়ে বুথের সংখ্যা রয়েছে ১৩ হাজার ৯১১টি। গ্রামাঞ্চলে থাকছে ৭৬ হাজার ৮০১টি বুথ। মহিলা পরিচালিত বুথ এবং মডেল বুথ রয়েছে যথাক্রমে এক হাজার ৪৪টি এবং এক হাজার ৫০টি। প্রতিটা বুথে থাকছে গড়ে ৮১৮ জন ভোটার। তবে এ বারে প্রতিটা বুথে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা থাকছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার।

এ বারে বিএলওদের পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে। এটি দেশের নির্বাচনের ইতিহাসে ‘প্রথম’ বলে দাবি করেছেন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশন জানিয়েছে, বিহারের নির্বাচনে ৯০ হাজার ৭১২ জন বিএলও কাজ করছেন। রয়েছেন ২৪৩ জন ইআরও এবং ৩৮ জন ডিইও। বুথে যে হেতু মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তাই বুথের বাইরে তা জমা রেখে যাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে।

বিহারের ভোটে সাধারণ পর্যবেক্ষক থাকবেন ২৪৩ জন। একসঙ্গে পুলিশ পর্যবেক্ষক ৩৮ জন এবং হিসেব সংক্রান্ত পর্যবেক্ষক থাকবেন ৬৭ জন। কমিশন জানিয়েছে, এর আগে অন্তত দু’টি আসনের জন্য একটি করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হত। এই নির্বাচনে প্রতিটা কেন্দ্রের জন্য একজন করে নিয়োগ করেছে কমিশন। যেটাকে দেশের প্রথম বলে দাবি করেছে নির্বাচন কমিশন।

সোমবার ভোটে নির্বাচনী সন্ত্রাস বন্ধ করতে কড়া বার্তা দিয়েছে কমিশন। তারা জানিয়েছে, প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর পাশাপাশি পুলিশ থাকবে দু’লক্ষ ৫০ হাজার। চার লক্ষ ৫৩ হাজার ভোটকর্মী থাকবেন। সেক্টর অফিসার থাকবেন ন’লক্ষ ৫০ জন থাকছেন। এই নির্বাচনে ভোটের দিন এবং গণনার দিন যথাক্রমে ১৭ লক্ষ ৮০ হাজার এবং চার লক্ষ ৬০ হাজার জন মাইক্রো অবজার্ভার থাকছেন বলে জানিয়েছে কমিশন। 

এর পাশাপাশি দেশের আটটি রাজ্যে আটটি আসনে বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। জম্মু ও কাশ্মী, রাজস্থান, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পঞ্জাব, মিজোরাম এবং ওড়িশায় বিধানসভা আসনে উপনির্বাচন হবে। সেই সব আসনে ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা হবে আগামী ১৪ নভেম্বর। যদিও তালিকায় এ রাজ‍্যের নদিয়ার তেহট্ট বিধানসভা নেই।


Share