Bangladeshi Arrested

আগের দিন অনুপ্রবেশ, পরের দিন হাতে আধার কার্ড, ভারত হয়ে নেপাল যাওয়ার পথে ধৃত বাংলাদেশি যুবক

খাগড়াবাড়ি পানিট‍্যাঙ্কি সীমান্তে ঘটনাটি ঘটেছে। ধৃতের যুবকের নাম মহম্মদ মানিক। তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

ধৃতের নাম মহম্মদ মানিক।
নিজস্ব সংবাদদাতা, খাগড়াবাড়ি
  • শেষ আপডেট:২৫ আগস্ট ২০২৫ ১২:১৫

আগের দিন অনুপ্রবেশ, পরের দিনই হাতে পেল আধার কার্ড! যদিও সেই পরিচয়পত্রটি জাল। জাল আধার কার্ড নিয়ে সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াবাড়ি পানিট‍্যাঙ্কি সীমান্তে ঘটনাটি ঘটেছে। ধৃতের যুবকের নাম মহম্মদ মানিক। জানা গিয়েছে, মহম্মদ মানিক বাংলাদেশের লালমণিহাটের বাসিন্দা। মানিক গত শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ দেশে এসেই দালালের মাধ্যমে হাতে আধার কার্ড পেয়ে যায়। যদিও সেই আধার কার্ডটি জাল বলে দাবি করেছে পুলিশ। অভিযোগ, সেই আধার কার্ড নিয়ে খাগড়াবাড়ি সীমান্ত পেরিয়ে নেপাল যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় এসএসবি-র জওয়ানেরা তাঁকে ধরে ফেলেন।

এসএসবি-র জওয়ানেরা মহম্মদ মানিককে আটক করে খাগড়াবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, মহম্মদ মানিকের কাছ তল্লাশি চালিয়ে কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে বাংলাদেশের নাগরিকের পরিচয়পত্র এবং বাংলাদেশের ডাইভিং লাইসেন্স। সেই পরিচয়পত্র অনুযায়ী যুবকের নাম মহম্মদ মানিক। এ দেশে এসেই একটা দালালের মাধ্যমে আধার কার্ড তৈরি করে। সেখানে মহম্মদ মানিক হয়ে গিয়েছে রাতুল খান। ঠিকানা রয়েছে পূর্ব মেদিনীপুরের লস্করপুরের। ধৃত যে বাংলাদেশি নাগরিক তা জেরায় মানিক স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত।

আগের দিন ভারতে এসে পরের দিনই কীভাবে হাতে পেয়ে গেল ভারতীয় আধার কার্ড, সে নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি জাল সরকারি নথির তৈরি করে দেওয়া চক্র কতদূর ছড়িয়ে রয়েছে সেই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের লোকেরা এদেশে এসে জাল ভোটার কার্ড তৈরি করেছে বলে অভিযোগ করেছে রাজ‍্যের বিরোধী দল বিজেপি। তাই তাঁরা রাজ্যে বিহারের মতো এসআইআরের দাবি করছেন। সেই আবহে আবারও জাল আধার কার্ড-সহ এক বাংলাদেশি যুবক ধরা পড়ায় রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে।

সূত্রের খবর, গত দু'মাসে অন্তত ৫০০ জন বাংলাদেশির নামের তালিকা সিইও দফতরে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।


Share