Purba Medinipur

বেতন বৈষম্যের অভিযোগ, পাননি পূর্ব মেদিনীপুরের সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা

বেতন বৈষম্যের অভিযোগ- নম্ভেবরের ৬ তারিখেও বেতনহীন পূর্ব মেদিনীপুরের সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা। অভিযোগ, গত ২৭ অক্টোবর জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বদলি হওয়ায় বেতনের ফাইল তৈরি আটকে যায়।

এখনও বকেয়া বেতন পূর্ব মেদিনীপুরের সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ০৫:৩৩

নভেম্বরের ৬ তারিখ পর্যন্তও বেতনহীন পূর্ব মেদিনীপুর জেলার সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীরা। বেতন পাননি পার্শ্বশিক্ষকরাও। অভিযোগ, গত ২৭ অক্টোবর জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বদলি হওয়ায় বেতনের ফাইল তৈরি আটকে যায়। ফলত জেলায় কর্মরত পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশ্যাল এডুকেটর এবং সমগ্র শিক্ষা মিশনের চুক্তিভিত্তিক কর্মীরা এখনও অপেক্ষারত।

বেতনের প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে ফাইল তৈরি হয় শিক্ষা দফতরে। তারপর তা একাধিক আধিকারিকের অনুমোদন নিয়ে জেলাশাসকের দপ্তরে পৌঁছায়। জেলাশাসকের স্বাক্ষরের পর নির্দিষ্ট অঙ্কের চেক ব্যাঙ্কে জমা হয়। এরপর কর্মীদের অ্যাকাউন্টে আসে বেতন।

কিন্তু এবারে সেই নিয়মিত প্রক্রিয়া থমকে যায় ডিইও বদলির কারণে। কর্মীদের অভিযোগ, রাজ্যের স্থায়ী সরকারি কর্মীরা মাসের প্রথম দিনেই বেতন পেলেও চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে বারবার টালবাহানা হয়।

পাঁশকুড়া দক্ষিণ চক্রে কর্মরত সমগ্র শিক্ষা মিশনের এক গ্রুপ সি কর্মী জানান, এখনও তারা অক্টোবর মাসের বেতন পাইনি। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ও সরকারি আধিকারিকরা ব্যস্ত থাকায় তাদের বেতন পেতে দেরি হয়েছিল। তাদের মাইনে স্থায়ী কর্মচারীদের থেকে অনেক কম। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, মাইনে কম থাকা সত্ত্বেও কেন তাদের মাসের ১ তারিখে বেতন দেওয়া হবে না?


Share