Pipeline Chaos in Barrackpore

ব্যারাকপুরে গ্যাস পাইপলাইন প্রকল্পে জট, রাস্তার ধারে ফেলে রাখা পাইপে ক্ষোভ বাড়ছে, নোটিস দিয়ে কাজ বন্ধ করল পুরসভা

ব্যারাকপুরে ধীরগতির গ্যাস পাইপলাইন প্রকল্পে বাড়ছে ক্ষোভ। রাস্তার ধারে মাসের পর মাস পড়ে থাকা পাইপে বিপাকে নিত্যযাত্রী–দোকানদাররা। অভিযোগে নড়েচড়ে পুরসভা নোটিস দিয়ে কাজ বন্ধ করেছে, বিপজ্জনক পাইপ না সরানো পর্যন্ত।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০১:৩৪

দেশের আধুনিক শহরগুলির আদলে ব্যারাকপুরের ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও কাজের ধীরগতিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার ধারে বিশাল গ্যাস পাইপ ফেলে রাখায় নিত্যযাত্রী থেকে দোকানদার—সবারই সমস্যা বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগে ব্যারাকপুর পুরসভায় দিন দিন বাড়ছিল ক্ষোভের পাহাড়। অবশেষে মানুষের দাবি মেনে গ্যাস পাইপলাইন বসানোর কাজ আপাতত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় রাস্তার দু’ধারে বড় বড় পাইপ ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, এতে যাতায়াত ব্যাহত হচ্ছে, দোকানদারদের ব্যবসাও মার খাচ্ছে। মিহির বন্দ্যোপাধ্যায় নামে এক বাসিন্দা বলেন, “আমার বাড়ির সামনে মাসের পর মাস পাইপ পড়ে আছে। বাড়িতে ঢোকা-বারোনোই কঠিন হয়ে দাঁড়িয়েছে।”

ব্যারাকপুর–বারাসত রোডের এক দোকানদার জানান, তাঁর দোকানের সামনেও একই চিত্র, পাইপের জন্য ক্রেতারা ঢুকতেই পারেন না।

এমন বহু অভিযোগের পর পুরপ্রধান উত্তম দাস নোটিস দিয়ে গ্যাস পাইপলাইনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, “গত সাত-আট মাস ধরে রাস্তার ধারে পাইপ পড়ে আছে। এগুলি মাটির তলায় বসানোর কথা। যন্ত্রপাতি অন্যত্র আটকে থাকায় কাজ এগোচ্ছে না। মানুষের অসুবিধা হচ্ছে। বিপজ্জনক পাইপগুলি না সরালে কাজ করতে দেওয়া হবে না।”


Share