Boat Capsized

ভাগীরথীতে নৌকাডুবি, অবৈধ বালি পাচারের সময় তলিয়ে গেল নৌকা, নিখোঁজ এক

বৃহস্পতিবার গভীর রাতে কেতুগ্রামের কল্যাণপুর ঘাটের কাছে ঘটনাটি ঘটেছে। সেখানে অবৈধ বালি বোঝাই নৌকা উল্টে ভাগীরথীতে পড়ে যান ১৩ জন শ্রমিক। দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে বালি তুলে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কেতুগ্রামে নৌকাডুবির পর নিখোঁজ এক জন।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৩:০০

রাতের অন্ধকারে বালি পাচারের চেষ্টা। নৌকা করে বালি পাচার করতে গিয়ে বিপত্তি কেতুগ্রামে। নদীর জলে তলিয়ে গিয়ে এক ব‍্যক্তি নিখোঁজ হয়েছেন। কল্যাণপুর ঘাটের কাছে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নদীর জলে নৌকা উল্টে গিয়ে বেশ কয়েক জন পড়ে যান। তাঁদের মধ্যে বেশিরভাগ ব‍্যক্তিকে উদ্ধার করা গেলেও এখনও একজনকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদ–নদিয়া সীমান্তজুড়ে বালি পাচারচক্র সক্রিয় ছিল। বৃহস্পতিবার গভীর রাতে সেই চক্রেরই একটি বালি বোঝাই নৌকা ভাগীরথী ও বাবলা নদীর মিলনস্থলের কাছে আচমকা স্রোতের ঘূর্ণিতে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ১৩ জন জলে পড়ে যান। তাদের মধ্যে ১২ সাঁতারে নিজেদের প্রাণ বাঁচাতে পারলে একজন এখনও নিখোঁজ। নিখোঁজ ব্যক্তির নাম দুর্লভ রাজবংশী। মুর্শিদাবাদ জেলার ভরতপুর-২ ব্লকের পল্লীশ্রী গ্রামের বাসিন্দা। 

ইতিমধ্যেই কেতুগ্রাম থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি বিশেষ দল তাঁর খোঁজ শুরু করেছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে হচ্ছে। কাটোয়া মহকুমা শাসক অনির্বাণ বোস জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে।

ঘটনার পরে অভিযোগের আঙুল উঠেছে মুর্শিদাবাদের শিখা রাজবংশীর স্বামী মধু রাজবংশীর দিকে। তিনি শিশগ্রাম তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে একাধিক নৌকায় বালি পাচারের কারবার চালিয়ে আসছেন। সূত্রের খবর, তাঁরই মালিকানাধীন নৌকাগুলির মধ্যে একটিই ভাগীরথীতে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিরাতেই ভাগীরথীর উপর দিয়ে বড় বড় ট্রলারে বোঝাই করে অবৈধ বালি পাচার করা হয়। তাঁদের অভিযোগ, বালি মাফিয়াদের দাপট বেড়েই চলেছে। তবুও প্রশাসন নিষ্ক্রিয়।প্রশাসনের চোখ এড়িয়ে এত বড় কারবার কী ভাবে নিয়মিত চলছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়েরা।


Share