Illegal Identity Scam

বাংলাদেশি অনুপ্রবেশকারীর জালিয়াতি ফাঁস, নিঃসন্তান বৃদ্ধাকে ‘মা’ সাজিয়ে ভোটার কার্ড–সম্পত্তি দখলের অভিযোগ

হাসনাবাদের পশ্চিম শিমুলিয়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ভোটার কার্ড জালিয়াতি ও সম্পত্তি দখলের চেষ্টায় চাঞ্চল্য। নিঃসন্তান বৃদ্ধাকে ‘মা’ সাজিয়ে নথি বানানোর অভিযোগে তদন্তের দাবি জোরালো হয়েছে স্থানীয় মহলে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাসনাবাদ
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০২:৫৭

হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শিমুলিয়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ভোটার কার্ড জালিয়াতি ও সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা জান্নাতুল মণ্ডল নামে এক তরুণী স্থানীয় এক নিঃসন্তান বৃদ্ধাকে ‘মা’ সাজিয়ে নিজের ভোটার কার্ড-সহ একাধিক নথি তৈরি করেছে। শুধু তাই নয়, ওই বৃদ্ধার সম্পত্তি হাতানোরও চেষ্টা করেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, কয়েক বছর আগে বাংলাদেশের খুলনা থেকে এসে পশ্চিম শিমুলিয়ার ১৫ নম্বর বুথ এলাকায় থাকতে শুরু করে জান্নাতুল। পরে গ্রামেরই নিঃসন্তান দম্পতি রহিমা সর্দার ও ফজের আলির কাছে আশ্রয় নেয় সে। কয়েক বছরের মধ্যেই ফজের আলি মারা গেলে, জান্নাতুল নথিপত্রে রহিমাকে নিজের ‘মা’ হিসাবে দেখিয়ে ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়ে নেয়। এর পর আবছার মণ্ডল নামে স্থানীয় এক যুবককে বিয়ে করে এবং বর্তমানে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, রেশন-সহ সরকারি নানা সুবিধা ভোগ করছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, অসহায় বৃদ্ধার সম্পত্তিও হাতানোর চেষ্টা করছিল জান্নাতুল। বিষয়টি টের পেয়ে রহিমা সর্দার প্রতিবেশীদের সাহায্য চান।

বৃদ্ধা রহিমা সর্দার অভিযোগ করেন, তাঁর স্বামী মারা যাওয়ার পর বাড়িতে কেউ নেই। এসআইআর শুরু হওয়ার পরে জানতে পারেন, তাঁর নাম ব্যবহার করে জান্নাতুল ভোটার কার্ড আর আধার বানিয়েছে। তাঁর সঙ্গে তার কোনও সম্পর্কই নেই। যারা তাঁর নাম ব্যবহার করেছে, তাদের নাম যেন ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়।


Share