Beaten To Death

বর্ধমানের চায়ের দোকানে বচসা, দু’পক্ষের হাতাহাতি, মৃত্যু হল বৃদ্ধের, আটক অভিযুক্ত

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মেমারি থানার পুলিশ। মৃতের বাড়ির লোককে খবর দেন তাঁরা। ঘটনায় অভিযুক্ত শেখ আসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় জড়িত দুই ব্যক্তি মেমারি থানার বড়পলাশন এলাকার বাসিন্দা। মৃতের পরিবার পুলিশের কাছে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মেমারি
  • শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০১:১২

সাতসকালে চায়ের দোকানে বচসা। বচসা গড়াল হাতাহাতিতে। এর জেরে মৃত্যু হল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারির বড়পলাশন এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, বুধবার সকালে ওই এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন কয়েক জন ব্যক্তি। সেই সময় হঠাৎ কোনও একটি বিষয় নিয়ে ৭০ বছরের বৃদ্ধ লাল্টু শিকদারের সঙ্গে বছর ৬০ এর শেখ আসলাম নামে এক ব্যক্তির বচসা শুরু হয়। বচসা চড়মে উঠলে দু’জনের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। অভিযোগ, শেখ আসলাম লাল্টু শিকদারকে ঘুসি মেরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। সেই ধাক্কায় মাটিতে উল্টে পড়ে যান লাল্টু সিকদার। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মেমারি থানার পুলিশ। মৃতের বাড়ির লোককে খবর দেন তাঁরা। ঘটনায় অভিযুক্ত শেখ আসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় জড়িত দুই ব্যক্তি মেমারি থানার বড়পলাশন এলাকার বাসিন্দা। মৃতের পরিবার পুলিশের কাছে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন।


Share