Death Due to Drowning

এক মুহূর্তের অসাবধানতায় নিভে গেল প্রাণ, গোপালনগরে জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

গোপালনগর থানার চারাবাগী আদিবাসী পাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সঞ্জু সর্দার। বয়স দেড় বছরের।।ঘটনাস্থল থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গোপালনগর
  • শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০২:০৩

খেলার মধ্যেই প্রাণ গেল দেড় বছরের শিশুর। গোপালনগর থানার চারাবাগী আদিবাসী পাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সঞ্জু সর্দার। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন শিশুটির মা ব্যাঙ্কের কাজে বেরিয়েছিলেন। সেই সময় সঞ্জু দিদার কাছে ছিল। এলাকার অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে উঠেছিলেন সঞ্জু। খেলতে খেলতে জলাশয়ের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা জলে পড়ে যায় সে। তৎক্ষণাৎ তাঁর সঙ্গীরা চিৎকার করে স্থানীয়দের ডেকে নিয়ে আসে। স্থানীয়েরা জানান, ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে তাঁরা দেখতে পাননি। ততক্ষণে শিশুটি জলের তলিয়ে গিয়েছিল। তড়িঘড়ি তাঁরা খোঁজার চেষ্টা করে। পরে জল থেকে সঞ্জুর নিথর দেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, শিশুটি এখনও ঠিক করে হাঁটতে শেখেনি। ব্যাঙ্ক থেকে ফিরে এসে সন্তানের মৃতদেহ দেখতে হবে তা কল্পনাতেও ভাবেননি মা। জানা গিয়েছে, শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি। একমাত্র সন্তানের অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জলে ডুবে শিশুটির মৃত্যু বলেই মনে করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


Share