Brown Sugar

এক কেজি ব্রাউন সুগার-সহ গ্রেফতার যুবক, সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন

মালদহে ফের ব্রাউন সুগার উদ্ধারের ঘটনা। ইংরেজবাজারের রথবাড়ি এলাকা থেকে এক কেজি ব্রাউন সুগার-সমেত গ্রেফতার আবদুল মাজেদ। চক্রের সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ।

আটক অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:৪৯

ফের ব্রাউন সুগার উদ্ধারের ঘটনা মালদহে। এক কেজি ব্রাউন সুগার-সমেত এক কারবারিকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের নাম আবদুল মাজেদ (১৯)। তাঁর বাড়ি কালিয়াচক থানার হারুচক এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার রথবাড়ির চাটাইপট্টি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

শুক্রবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


Share