Uttarkanya Abhiyan of SSC Candidates

এসএলএসটিতে শূন্যপদ বাড়ানোর দাবিতে উত্তরবঙ্গে মিছিল, তিনবাত্তি মোড়ে থামল ফ্রেশার্সদের অভিযান

এসএলএসটি দ্বিতীয় ব্যাচের ফ্রেশার্সদের পাঁচ দফা দাবিতে জলপাইমোড় থেকে উত্তরকন্যা অভিযানে বিক্ষোভ মিছিল। তিনবাত্তি মোড়ে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়। প্রার্থীরা স্বচ্ছ নিয়োগের দাবি জানান।

আসন বাড়ানোর দাবি উত্তরকন‍্যা অভিযান।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ০৭:১৬

এসএলএসটি দ্বিতীয় ব্যাচের ফ্রেশার্স ক্যান্ডিডেটদের পক্ষ থেকে বুধবার উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়। পাঁচ দফা দাবি নিয়ে এদিন জলপাই মোড় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সকালে থেকেই উত্তরকন্যার দিকে যাওয়া রাস্তায় পুলিশ মোতায়েন ছিল। মিছিল তিনবাত্তি মোড়ে পৌঁছতেই পুলিশ সেটিকে আটকে দেয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

প্রার্থীদের অভিযোগ, তারা ডেপুটেশন জমা দিতে চাইলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকার করে। পুলিশ জানায়, ডেপুটেশন জমা দিতে হলে কলকাতার এসএসসি ভবনে যেতে হবে। কিন্তু প্রার্থীদের বক্তব্য, উত্তরবঙ্গের জন্য আলাদা প্রশাসনিক ভবন হিসেবে উত্তরকন্যা রয়েছে, তাই তারা এখানেই দাবি জানাতে এসেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কলকাতায় যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলেও জানান তাঁরা।

চাকরিপ্রার্থীরা এদিন অভিযোগ তোলেন যে, নিয়োগ প্রক্রিয়ায় অন্যায়-অবিচার চলছে। কাট-অফ ৭৭-৭৮ এর মধ্যে রাখা হয়েছে, যার ফলে মেধাবী অনেক ফ্রেশার্স বাদ পড়ছেন। এমনকি কেউ কেউ ১০০-তে ১০০ নম্বর পাওয়ার পরও কল পাচ্ছেন না বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, কিছু প্রার্থীর নম্বর বাড়ানো হয়েছে, শূন্যপদও বাস্তবের চেয়ে কম দেখানো হয়েছে। তাই শূন্যপদ অন্তত এক লক্ষ বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি জানান তাঁরা।

মিছিলকে কেন্দ্র করে জলপাই মোড় থেকে তিনবাত্তি মোড় পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়। অফিসযাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। পুলিশ পরিস্থিতি সামলে ট্রাফিক স্বাভাবিক করার চেষ্টা চালায়। প্রার্থীরা জানান, দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।


Share