TMC Faces Turmoil

পুরাতন মালদহ পুরসভায় চেয়ারম্যান বদল ঘিরে তৃণমূলের প্রকাশ্য গোষ্ঠী কোন্দল, টাকার অভিযোগে তোলপাড় দল

পুরাতন মালদহ পুরসভায় চেয়ারম্যান বদল ঘিরে তৃণমূলে প্রকাশ্য গোষ্ঠী কোন্দল। টাকার বিনিময়ে পদ বদলের অভিযোগে জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কাউন্সিলরের। বিজেপির কটাক্ষে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।

পুরাতন মালদহ পৌরসভা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১০:২৭

পুরাতন মালদহ পুরসভায় চেয়ারম্যান পরিবর্তনকে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলে জড়াল তৃণমূল কংগ্রেস। দলের অন্দরে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পুরাতন মালদহ  পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী।

তাঁর অভিযোগ, পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরানোর কোনও প্রয়োজন ছিল না, একই সঙ্গে বিভূতি ঘোষকে নতুন চেয়ারম্যান হিসেবে আনারও যুক্তি নেই। বশিষ্ঠ ত্রিবেদীর দাবি, গত লোকসভা ভোটে গোটা জেলা জুড়ে তৃণমূলের ফল খারাপ হয়েছে। সেই পরিস্থিতিতে দলের সাংগঠনিক ব্যর্থতার দায় কারও থাকলে, তা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীরই। তাঁর কটাক্ষ, দল করার বদলে এখানে ব্যবসা চলছে।

আরও গুরুতর অভিযোগ তুলে বশিষ্ঠ ত্রিবেদী বলেন, টাকার বিনিময়ে চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশ ছিল কি না, তা তিনি জানেন না। তবে চেয়ারম্যান পরিবর্তনের নির্দেশ জেলা সভাপতির প্যাডেই এসেছে বলে তাঁর দাবি। একই সঙ্গে জেলা সভাপতির বিরুদ্ধে জমি দখল ও মাফিয়াদের সঙ্গে মিলে দল চালানোর অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্য, যারা প্রকৃত অর্থে তৃণমূল করে, তাদের কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না, যার ফল ভালো হবে না।

এর আগেই অপসারিত প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ দাবি করেছিলেন, তাঁকে বলির পাঁঠা করা হয়েছে।

এ বিষয়ে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।

এই পরিস্থিতিতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি পুরাতন মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তাঁর মন্তব্য, এটা নতুন কিছু নয়। তৃণমূল মানেই তোলামূলের পার্টি। যে টাকা দিয়েছে, সে পথ পেয়েছে এটাই তৃণমূলে হয়।

বিজেপির এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তিনি জানান, দলের শৃঙ্খলা মেনেই চেয়ারম্যান কার্তিক ঘোষ তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এটা তাঁদের দলের অভ্যন্তরীণ বিষয়। বিজেপির মাথা গলানোর কোনও দরকার নেই। চেয়ারম্যান পরিবর্তন ঘিরে এই প্রকাশ্য দ্বন্দ্বে পুরাতন মালদহ তৃণমূলের অন্দরের অস্বস্তি আরও স্পষ্ট হয়ে উঠল।


Share