Siliguri Drug Ring Busted

শিলিগুড়িতে বড়সড় মাদকবিরোধী সাফল্য, ব্রাউন সুগার-সহ গ্রেফতার তিন, উদ্ধার লাখ টাকা

শিলিগুড়িতে বড়সড় মাদককারবার ভেস্তে! মাটিগাড়ার চাদমনিতে দুই মহিলা-সহ তিনজনের কাছ থেকে উদ্ধার ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও পাঁচ লক্ষ ১৬ হাজার টাকা। হাতবদলের আগেই ধরা পড়ল চক্র, তদন্তে আরও নাম জড়ানোর আশঙ্কা।

আটক অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪

শিলিগুড়িতে বড়সড় মাদক পাচারচক্রের ছক ভেস্তে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার চাদমনি এলাকায় অভিযানে নেমে পুলিশ দেখতে পায় দুই মহিলা ও এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি করতেই উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ পাঁচ লক্ষ ১৬ হাজার টাকা। উদ্ধার হওয়া টাকার মধ্যে ছিল ৪০০টি পাঁচশো টাকার নোট, ২,০০০টি একশো টাকার নোট, ১,৫০০০টি পঞ্চাশ টাকার নোট, ১,৭০০টি কুড়ি টাকার নোট এবং ৭০০টি দশ টাকার নোট।

ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম এমডি আজাদ, আরসিদা খাতুন এবং আজমেরি খাতুন তিনজনই মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে, মাটিগাড়া এলাকায় হাত বদলের পর মাদকগুলি শিলিগুড়িতে পাচারের পরিকল্পনা ছিল। গ্রেফতার হওয়া তিনজনকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তাদের রিমান্ডে নিয়ে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখবে পুলিশ।


Share