Weather Update

কলকাতার তাপমাত্রার ১ ডিগ্রি বৃদ্ধি, শীতের আমেজ থেকে বঞ্চিত শিতপ্রেমীরা

দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই কমবে। সকালে হালকা কুয়াশা, দু-এক জায়গায় মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা।

সকালে শীতের আমেজ কমল কিছুটা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬

কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বেড়ে গেল। সকালে শীতের আমেজ কমল কিছুটা। বড়দিনের আগে পারদ পতনের সম্ভাবনা নেই। বড়দিন থেকে বর্ষশেষ এই চার পাঁচ দিন শীতের স্পেল চলার সম্ভাবনা। এই স্পেলে পারদ নামতে পারে বেশ কিছুটা। তবে, আগামী পাঁচ-সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

তারতম্য খুব বেশি না হলেও সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল-সন্ধ্যা শীতের আমেজ সামান্য কমবে। দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই কমবে। সকালে হালকা কুয়াশা, দু-এক জায়গায় মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। উপরের পাঁচ জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা মালদহ-সহ সংলগ্ন এলাকাতে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না আগামী পাঁচ থেকে সাত দিনে।

কলকাতায় আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে ৷ দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। কলকাতায় আজ, বৃহস্পতিবার ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উইকেন্ড পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা/ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা শীতের আমেজ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে ৷


Share