Death in Malda

মালদহে ডাম্পারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত বাইক আরোহী, তদন্তে মালদহ থানার পুলিশ

মঙ্গলবার ভোরে ছোট সুজাপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে পিছন থেকে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারান আশরাফুল শেখ। খবর পেয়ে মালদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পর থেকেই পলাতক ডাম্পার চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, সুজাপুর
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৬:৫১

মালদহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু মোটর বাইক আরোহীর। মঙ্গলবার ভোরে ছোট সুজাপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে পিছন থেকে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারান আশরাফুল শেখ (৪২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহাপুরের বাসিন্দা আশরাফুল পেশায় লরি চালক। কাজ সেরে মোটর বাইকে পুরাতন মালদহ থেকে সাহাপুরে ফিরছিলেন তিনি। বাইপাস রোডে পৌঁছতেই একটি ডাম্পার পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে তাঁর বাইকে।

ধাক্কার জেরে আশরাফুল রাস্তার পাশে ছিটকে পড়েন। খবর পেয়ে মালদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান, ডাম্পারের চালক নিয়ন্ত্রণ হারান বলেই এই মর্মান্তিক দুর্ঘটনা। ধাক্কার পর থেকেই পলাতক ডাম্পার চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


Share