Suvendu Adhikary

‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মালদহে হনুমান মূর্তি উদ্বোধন, নির্বাচন পূর্বে হিন্দু ঐক্যের ডাক বিরোধী দলনেতা শুভেন্দুর

মালদহের ফুলবাড়িতে হনুমান মূর্তি উদ্বোধনে শুভেন্দু অধিকারীর সরব হিন্দু ঐক্যের বার্তা। মোথাবাড়ি হিংসা ও তৃণমূলকে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। ৭ ডিসেম্বর ব্রিগেডে গণগীতা পাঠে যোগদানের আহ্বান।

শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১০:৩০

মালদহ শহরের ফুলবাড়ির তারামাতা ঠাকুরবাড়ি এলাকা মঙ্গলবার গভীর আধ্যাত্মিক আবহে ভরে ওঠে। 'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত সেই পরিবেশে হনুমানজীর একটি নবনির্মিত মূর্তির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় ভক্ত-অনুগামীদের পাশাপাশি অনুষ্ঠানে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, জেলা বিজেপির একাধিক নেতৃত্ব এবং বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধিরা। 

অন্যদিকে, আর মাস পাঁচেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মালদহের ইংরেজবাজারে বিজেপির সভা থেকে তিনি বার্তা দেন, ভাষা, জাতের নামে বিভক্ত হওয়া যাবে না। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসকেও নিশানা করলেন তিনি।

পাশাপাশি, ইংরেজবাজারে দলের কর্মসূচি থেকে মোথাবাড়ির হিংসা প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হিন্দুদের জাত–পাত বা ভাষার ভিত্তিতে বিভক্ত হওয়া যাবে না। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র—নানা ভাগে নিজেদের ভাগ করে নিয়েছি। এর সুযোগ অন্যরা নিচ্ছে। ধর্ম যার যার, রক্ষার দায়িত্বও তার।”

সরকারকে আক্রমণ করে শুভেন্দুর অভিযোগ, “আমাদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। যেখানে আমরা সংখ্যায় কম, সেখানেই সংগঠিত ভাবে আক্রমণ চলছে। রাজধর্ম পালনের বদলে ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতি করা হচ্ছে। আমরা সহাবস্থানে বিশ্বাসী, কাউকে আঘাত দিতে চাই না। কিন্তু কেন আমাদেরই আক্রান্ত হতে হবে?”

আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেডে আয়োজিত পাঁচ লক্ষ মানুষের গণগীতা পাঠে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।


Share