Gold Loot Recovered

শিলিগুড়িতে চুরির ঘটনায় বিহার থেকে উদ্ধার সোনা–রুপোর গয়না, গ্রেফতার বিহারের স্বর্ণ ব্যবসায়ী

শিলিগুড়ির প্রফুল্লনগরে চুরির ঘটনায় বড় সাফল্য পুলিশের। বিহার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা–রুপোর গয়না। গ্রেফতার চোর ও বিহারের স্বর্ণ ব্যবসায়ী, তদন্ত চলছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৪১

শিলিগুড়ির প্রফুল্লনগর এলাকায় চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না বিহার থেকে উদ্ধার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিহারের এক স্বর্ণ ব্যবসায়ীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর এলাকার বাসিন্দা চন্দু কুমার মণ্ডল প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত ২৮ নভেম্বর বাড়ি খালি রেখে বাইরে গিয়েছিলেন। ১০ ডিসেম্বর ফিরে এসে দেখতে পান ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আলমারিতে রাখা প্রায় ৬ লক্ষ টাকার সোনা ও রুপোর অলঙ্কার উধাও।

অভিযোগ পেয়ে তদন্তে নামে প্রধাননগর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরকে শনাক্ত করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই লোয়ার ভানুনগর এলাকা থেকে সুরজ কুমার সিং নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গত ১৪ ডিসেম্বর তাকে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নেয়।

জিজ্ঞাসাবাদে ধৃত সুরজের কাছ থেকে বিহারের স্বর্ণ ব্যবসায়ী অশোক কুমার শাহের নাম উঠে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে বিহার থেকে অশোক কুমার শাহকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না উদ্ধার করে।

এদিন ধৃত স্বর্ণ ব্যবসায়ীকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


Share