Glenary’s Bar Sealed

দার্জিলিঙে তিন মাসের জন্য সিল গ্লিনারিজ বার, অভিযোগ আবগারি আইন লঙ্ঘনের

দার্জিলিঙে বড়দিনের আগে পর্যটকদের ভিড় বাড়তেই গ্লিনারিজ বারকে তিন মাসের জন্য সিল করল আবগারি দফতর। অভিযোগ, অনুমতি ছাড়াই লাইভ মিউজিক চলছিল। মালিক অজয় এডওয়ার্ড দাবি করেছেন, সমস্ত নিয়ম মেনেই বারটি পরিচালিত হচ্ছিল।

এই বারটি সিল করা হয়েছে
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৮

বড়দিন এবং নিউ ইয়ারকে সামনে রেখে দার্জিলিঙে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। শীতের ছুটিতে পাহাড়ে বেড়াতে এলে পর্যটকদের অন্যতম আকর্ষণ গ্লিনারিজ বার। সন্ধ্যা নামলেই সেখানে খাওয়া-দাওয়া থেকে লাইভ মিউজিক—সব মিলিয়ে জমে ওঠে আনন্দের পরিবেশ।

কিন্তু এবার সেই গ্লিনারিজ বারই তিন মাসের জন্য সিল করে দিল আবগারি দফতর। অভিযোগ, বারটি আবগারি আইন ভেঙে পরিচালিত হচ্ছিল, বিশেষ করে লাইভ মিউজিক চালানোর জন্য কোনও সরকারি অনুমতি ছিল না।

গ্লিনারিজের মালিক অজয় এডওয়ার্ড—পাহাড়ের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইন্ডিয়ান গোর্খা জন শক্তিফ্রন্ট দলের প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, সমস্ত নিয়ম মেনেই বার পরিচালনা করা হচ্ছিল।

তবে আবগারি দফতর সূত্রের খবর, অনুমতি ছাড়াই বারে নিয়মিত মিউজিক বাজানো হচ্ছিল। সেই কারণেই পর্যটন মরসুমের মুখে বারটি তিন মাসের জন্য সিল করে দেওয়া হয়েছে।


Share