Child Birth in Toto

মালদহের ইংরেজবাজারে ফিল্মি কায়দায় টোটোর মধ্যেই প্রসব, সুস্থ রয়েছেন মা ও নবজাতক উভয়েই

মালদার ইংরেজবাজার টোটোর ভিতরেই সন্তান প্রসব করলেন এক প্রসূতি। চেম্বারের কাছেই পৌঁছানোর আগেই গর্ভ থেকে বেরিয়ে আসে নবজাতক। বর্তমানে মা ও শিশু দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন।

টোটোতেই সন্তান প্রসব।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০১:৪২

মালদহের ইংরেজবাজার শহরে টোটোর ভিতরেই সন্তান প্রসব করলেন এক প্রসূতি। জাহাজ ফিল্ড এলাকার বাসিন্দা পূজা রাজবংশী প্রসব যন্ত্রণা নিয়ে ডাক্তারের চেম্বারের উদ্দেশে টোটো করে রওনা দিয়েছিলেন। কিন্তু রাস্তার মাঝেই শুরু হয় তীব্র যন্ত্রণা। চেম্বারের কাছেই পৌঁছানোর আগেই গর্ভ থেকে বেরিয়ে আসে নবজাতক।

ঘটনার সময় প্রসূতির আতঙ্কিত আত্মীয়রা কোনওরকমে তাঁকে চিকিৎসকের কাছে পৌঁছে দেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে রাস্তাতেই কাপড় জড়িয়ে জরুরি ভিত্তিতে প্রসব করান। ফিল্মি দৃশ্যের মতো টোটোর ভিতরেই জন্ম হয় কন্যা সন্তানের।

পরবর্তীতে মা ও নবজাতককে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও শিশু দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও, দ্রুত সিদ্ধান্ত ও সহায়তার ফলে বড় কোনও বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।


Share