Attempted suicide due to fear of SIR

ভোটার তালিকায় বাবার নাম ভুল, এসআইআর আতঙ্কে যুবকের আত্মহত্যার চেষ্টা, দাবি তৃণমূলের

ভোটার তালিকায় বাবার নাম ভুল আসায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ব্লক সভাপতি মোশারফ হোসেন সহ তৃণমূল নেতৃত্ব।

ভোটার তালিকায় বাবার নাম ভুল থাকায় আত্মহত্যার চেষ্টা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ০২:২১

ভোটার তালিকায় বাবার নাম ভুল আসায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুরের ২৬৫ নম্বর বুথ এলাকায়। এমন ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ব্লক সভাপতি মোশারফ হোসেন সহ তৃণমূল নেতৃত্ব। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেশ আলি নামের ওই যুবক গত কয়েক সপ্তাহ ধরেই মানসিক চাপে ছিলেন। পরিবার সূত্রে অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হওয়ার পর থেকেই রাজেশের মধ্যে আতঙ্ক কাজ করছিল। নতুন ভোটার তালিকায় বাবার নাম ভুল দেখে ভয় আরও বেড়ে যায়। সেই আতঙ্ক থেকেই শুক্রবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরিবারের দাবি, আধার কার্ড, ভোটার কার্ডসহ সমস্ত সরকারি নথিতে রাজেশের বাবার নাম ‘আদিল আলি’ সঠিকভাবে উল্লেখ রয়েছে। এমনকি গত নির্বাচনের ভোটার তালিকাতেও নাম ছিল নির্ভুল। কিন্তু ২০২৫ সালের নতুন ভোটার তালিকায় বাবার নাম ভুলভাবে আসে। তাঁদের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই এই গরমিল ঘটেছে, যা এখন নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে রাজেশ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এটি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এক পরিকল্পিত চক্রান্ত। নাগরিকত্ব ইস্যুতে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে।আমরা মানুষকে বলবো আপনারা ভয় করবেন না। বিজেপি যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক আমরা আপনাদের পাশে আছি।

পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির দাবি, ঘটনাকে রাজনৈতিক রং দিচ্ছে তৃণমূল।ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন কমিশনের। কেউ ভুল করলে তার দায় বিজেপির নয়। নির্বাচন কমিশন যারা আধিকারিক রয়েছে তারা তদন্ত করে দেখবে।


Share