Darjeeling Turned to Normalcy

ছন্দে ফিরছে দার্জিলিং, খুলে দেওয়া হল দুধিয়া সেতু, কমল তাপমাত্রাও

দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। সর্বোচ্চ তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছেন, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

চালু করে দেওয়া হল দুধিয়া সেতু।
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ০১:১০

রবিবার বৃষ্টিপাতের পরিমাণ কমতেই স্বস্তির নিঃশ্বাস পাহাড়ে। বালাসন নদীর জল ইতিমধ্যেই কমতে শুরু করেছে। জল কমতেই খুলে দেওয়া হয়েছে দুধিয়া সেতু। সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও দার্জিলিংয়ে জাঁকিয়ে শীত পড়েছে ইতিমধ্যেই। টুপি, ছাতা, গরম জ্যাকেট ছাড়া ছাড়া কোনভাবেই বাইরে বেরোনো যাচ্ছে না।

এ দিন দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। সর্বোচ্চ তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছেন, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে। সোমবার থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। 

দার্জিলিং ম্যালে ১৯ দিনের জন্য সরস মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু বৃষ্টিপাতের কারণে মেলার বেশিরভাগ স্টল বন্ধ রাখতে হয়েছে। প্রবল বৃষ্টির কারণে লাল সর্তকতা জারি হলেই, প্রশাসনের তরফ থেকে সান্দাকফু সহ একাধিক ট্রেকিং রুট বন্ধ করে দেওয়া হয়েছিল। এ দিন বৃষ্টির পরিমাণ কমতেই জোড়বাংলো ও সুখিয়াপোখরি ব্লক প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে, সান্দাকফু ও আশপাশের অঞ্চলের নিষেধাজ্ঞা তুলে নেয়। রবিবার থেকে পর্যটকরা যেতে পারবে। 

শুক্রবার তিস্তার জল উপচে পড়ে প্লাবিত হয়েছিল। শনিবার থেকে বৃষ্টি বৃষ্টিপাতের পরিমাণ কমলেও ১০ নম্বর জাতীয় সড়কের কর্দমাক্ত অবস্থা। শনি ও রবিবার প্রায় সারাদিনই সিকিম যাওয়ার যাত্রাপথে ভয়ংকর যানজট সৃষ্টি হয়। গত চার অক্টোবরের বৃষ্টিপাতের মত যে পরিমাণ ধসের সৃষ্টি হয়েছিল এবারে বৃষ্টিপাতের ফলে সেরকম না হলেও রাস্তাঘাটের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। বড় ঘটনা না ঘটলেও ছোটখাটো ধসের ঘটনা চোখে পড়েছে। 

এ দিন গোর্খাল্যান্ড অঞ্চলের প্রশাসনের তরফ থেকে দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের জিম্বা গ্রাম পরিদর্শনে যান মিরিখ থুরবু দুপ্তিন সমষ্টির সভাসদ তথা কৃষি ও উদ্যান পালন বিভাগের দায়িত্বে থাকা মাইলেস রাই। তিনি সমস্ত দুর্গত এলাকা পরিদর্শন করে দেখেন। তিনি বাস্তহারা পরিবারের সমস্যা, অভাব অভিযোগের কথা শোনেন। তিনি বলেন, “বিপন্ন এলাকার পুনর্গঠন ও ত্রাণের কাজ আরও দ্রুত করা হবে।”


Share