Fake Currency Bust

সীমান্তের গোপন কারবার ফাঁস, মালদহের কালিয়াচকে ১২ কোটি ৫০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মালদহের কালিয়াচকে বড় সাফল্য পুলিশের। গোলাপগঞ্জের খড়িবোনা থেকে ১২.৫০ লক্ষ টাকার জাল ৫০০ টাকার নোট-সহ দুই পাচারকারী গ্রেফতার।

আটক অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:১৬

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মালদহের কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জের খড়িবোনা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করল পুলিশ। অভিযানে ১২ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট-সহ দুই জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া সব নোটই ৫০০ টাকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে মোট দু'হাজার ৫০০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজত চাওয়া হবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জাল নোট কারবারের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এবং পাচারের নেটওয়ার্ক কীভাবে কাজ করছে, তা খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।


Share