Armed Youth Arrested

শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক, তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া পরিবহন পার্কিং এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ-সহ টেঙ্গে তামাং (২৪) নামে এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকের পুলিশ।

আটক অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:০২

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল রাতে মাটিগাড়ার পরিবহন পার্কিং এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালাচ্ছিল সাদা পোশাকের পুলিশ। সেই সময় এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন ওই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম টেঙ্গে তামাং (২৪)। তিনি দার্জিলিং জেলার সোনাদা থানার জোড়বাংলো এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক দাবি করেছে, ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন পানিট্যাংকি এলাকা থেকে সে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সংগ্রহ করেছিল।

ধৃত যুবককে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। আগ্নেয়াস্ত্র কোথা থেকে ও কী উদ্দেশ্যে আনা হয়েছিল, সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


Share