Minor death

মালদহে নিখোঁজ হওয়া দু’বছরের শিশুর রহস্যমৃত্যু, বাড়ির কাছে পুকুর থেকে উদ্ধার দেহ, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা

মালদহের মোথাবাড়ি থানা এলাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়েছিল সে। দুই বছরের শিশুটির নাম তহসিন। বুধবার সকালে বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরের একটি পুকুরে দেহটি ভাসতে দেখা যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩৮

মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ হওয়া শিশুর দেহ উদ্ধার। বুধবার সকালে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানা এলাকায়। শিশুটির মৃত্যু জুড়ে তৈরি হয়েছে রহস্য। দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে, নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

মৃত শিশুপুত্রের নাম তহাসিন। বয়স মাত্র ২ বছর। মালদহের মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের উপরপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল তহাসিন। মৃতের বাবা আবদুল জব্বার জানান, মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত সে বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে খেলা করছিল। এর পরেই হঠাৎই নিখোঁজ হয়ে যায় তাঁর ছেলে। পরিবারের সদস্যেরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও হদিশ পাওয়া যায়নি। এরপর মঙ্গলবার রাতেই মোথাবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। তদন্তে নামে পুলিশ। গঙ্গাপ্রসাদের উপরপাড়া-সহ বিভিন্ন এলাকায় তন্নতন্ন করে তল্লাশি চালায়। কিন্তু রাতে নিখোঁজ শিশুর কোনও সন্ধান মেলেনি।

বুধবার সকালে বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে একটি পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বাড়িতে। ঘটনাস্থলে পুলিশও আসে। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। শিশুটির মৃত্যুর কারণ স্পষ্ট নয়। বিষয়টির তদন্ত করছে পুলিশ।


Share