TMC Reshuffle

ভোটের আগে তৃণমূলের বড় রদবদল, পুরাতন মালদহ পুরসভার নতুন চেয়ারম্যান বিভূতি ঘোষ, উত্তেজনা পুরসভা চত্বরে

বিধানসভা ভোটের আগে পুরাতন মালদহ পুরসভায় চেয়ারম্যান বদল। কার্তিক ঘোষের ইস্তফার পর তৃণমূলের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বিভূতি ঘোষ। উত্তেজনা, কটাক্ষে সরগরম রাজনীতি।

মালদহ পুরাতন পৌরসভা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৪১

বিধানসভা ভোটের আগে পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান পদে নতুন মুখ আনল তৃণমূল কংগ্রেস। দলীয় নির্দেশ মেনে মঙ্গলবার পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষ। এর আগে গত ২৫ নভেম্বর দলীয় নির্দেশে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন কার্তিক ঘোষ।

দলীয় সূত্রে খবর, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে পুরাতন মালদহ পুরসভা এলাকায় তৃণমূলের ফল আশানুরূপ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণেই তৎকালীন চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরিয়ে নতুন নেতৃত্ব আনা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে পুরাতন মালদহ পুরসভা চত্বরে দেখা যায় টানটান উত্তেজনা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নির্দিষ্ট সময় মেনে সকালেই চেয়ারম্যান নির্বাচন সংক্রান্ত বৈঠকে হাজির হন মোট ২০ জন কাউন্সিলর।

বৈঠকের ঠিক আগেই তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশ্যে বিভূতি ঘোষের নাম নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। পরে কাউন্সিলরদের বৈঠকে সর্বসম্মতভাবে বিভূতি ঘোষকে সমর্থন জানানো হয়।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভূতি ঘোষ জানান, আগেও যেভাবে উন্নয়ন হয়েছে, এবারও সবাইকে সঙ্গে নিয়ে পুরাতন মালদহের সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।

অন্যদিকে, এদিন পুরসভায় উপস্থিত থেকে ক্ষোভ উগরে দেন প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি জানান, পুরাতন মালদহ, ইংরেজবাজার সহ গোটা জেলাতেই গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হয়েছে। কিন্তু সব দায় এসে পড়ল তাঁর ঘাড়ে। দল নির্দেশ দিয়েছে, তাই তিনি ইস্তফা দিয়েছেন। পাশাপাশি বাইরে বাজি ফাটানো ও উল্লাস প্রসঙ্গে বিভূতি ঘোষের অনুগামীদের কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, "আগামী বিধানসভা নির্বাচনের সময় এই উল্লাস থাকবে তো?”

এদিকে, চেয়ারম্যান বদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তাদের দাবি, সবটাই টাকার খেলা।  


Share