Doctor Allegedly Been Slap On

শ্বাসকষ্টে ভর্তি, চিকিৎসার সময় নাকি চড়! চিকিৎসকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিবারের

শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে চড় মারার অভিযোগে চাঞ্চল্য। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি মৌ মণ্ডলকে অমানবিক আচরণের অভিযোগ পরিবারের। ঘটনায় উত্তেজনা ছড়ালে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ অস্বীকার চিকিৎসকের, তদন্তে হাসপাতাল ও পুলিশ।

শিলিগুড়ি জেলা হাসপাতাল।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৯:১৭

শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে চড় মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে আসেন মৌ মণ্ডল নামে এক মহিলা রোগী। পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক প্রথমে রোগীর অবস্থা গুরুতর নয় বলে জানিয়ে তাঁকে ভর্তি না করে বাড়ি ফিরে যেতে বলেন।

হাসপাতালের বাইরে বেরোতেই আবার অসুস্থ হয়ে পড়েন মৌ মণ্ডল। ফলে পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ফিরিয়ে এনে অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করেন। এরপর চিকিৎসার সময় দায়িত্বে থাকা চিকিৎসকই রোগীকে চড় মারেন বলে গুরুতর অভিযোগ পরিবারের পক্ষ থেকে। তাঁদের দাবি, চিকিৎসার নামে রোগীর প্রতি অমানবিক আচরণ ও দুর্ব্যবহার করা হয়েছে।

ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে।

পরিবারের অভিযোগ, চিকিৎসকের ওপর রোগীর সুরক্ষার দায় থাকে। অমানবিক আচরণ বা দুর্ব্যবহার কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক। তাঁর দাবি, তিনি কোনওভাবেই রোগীকে চড় মারেননি। রোগীর অবস্থা গুরুতর ছিল না, বরং সাইকোলজিক্যাল সমস্যা ছিল। রোগীকে জল দেওয়া হয়েছিল এবং হাঁটাচলা করতে বলা হয়েছিল। রোগীকে সামলাতে কিছু চিকিৎসাগত পদক্ষেপ নিতেই হয়, যা ‘লাইন অফ ট্রিটমেন্ট’-এর অংশ, দাবি চিকিৎসকের।

এদিকে অভিযোগের তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের প্রশাসন জানিয়েছে, চিকিৎসকের তরফে কোনও ভুল বা অনিয়ম প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


Share