Swami Vivekananda

স্বামী বিবেকানন্দের জন্মদিবসে দেশজুড়ে শ্রদ্ধা ও উদ্‌যাপন, যুব দিবসে বেলুড় রামকৃষ্ণ মঠ থেকে রাজ্যজুড়ে শোভাযাত্রা ও কর্মসূচি

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস ও জাতীয় যুব দিবসে বেলুড় মঠ-সহ রাজ্যজুড়ে শোভাযাত্রা, প্রভাতফেরী, দৌড় ও শ্রদ্ধার্ঘে উদ্‌যাপিত হল স্বামীজির আদর্শ ও বাণী।

স্বামী বিবেকানন্দ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১০:০২

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সেই উপলক্ষ্যে দেশজুড়ে শ্রদ্ধা ও উদ্‌যাপনের আবহে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ দিন ভোরে রামকৃষ্ণদেবের মঙ্গল আরতির মাধ্যমে বেলুড়ে স্বামীজির জন্মবার্ষিকীর উদযাপন পালন শুরু হয়। বেলুড়ে থেকেই স্বামীজির বিশেষ পুজো-অর্চনা করা হচ্ছে। দিনভর চলেছে নানা অনুষ্ঠান-সহ ধর্মসভাও। স্বামীজির জন্মদিবসকে যুব দিবস হিসাবেও পালন করা হয়। ৪২তম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিশেষ শোভাযাত্রা আসে বেলুড় মঠে। এ ছাড়া, বিভিন্ন স্কুল থেকেও পডুয়াদের নিয়ে প্রভাতফেরী ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রাগুলিও বেলুড় রামকৃষ্ণ মঠে এসে পৌঁছেছে। সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন শহর ও জেলায় স্বামীজির মূর্তিতে মাল্যদান, প্রার্থনা ও আলোচনা সভার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। জন্মদিবস উপলক্ষে সিমলা স্ট্রিট থেকে স্টার থিয়েটার পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার ব্যানার ও প্ল্যাকার্ডে স্বামীজির আদর্শ ও বাণী তুলে ধরা হয়।

সোমবার সকালে শিলিগুড়িতে পুরসভার তরফ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাঘাযতীন পার্ক থেকে শুরু করে বিবেকানন্দ মোড় অর্থাৎ ঝংকার মোড়ে শোভাযাত্রা শেষ হয়। এই অনুষ্ঠানে গৌতম দেব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর, রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। স্বামী বিবেকানন্দের ছবি, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। শোভাযাত্রা ঘিরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

পাশাপাশি, মালদহে মহা সমারোহে পালিত হল। রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে সকাল ১০টা সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মালদহ শহর পরিক্রমা করে। শহরের বিভিন্ন স্কুল কলেজ ক্লাব-সমেত অন্যান্য সমাজসেবী প্রতিষ্ঠান এই দিন প্রভাত ফেরীতে অংশ গ্রহণ করে। এ ছাড়াও, রামকৃষ্ণ মিশন রোডে বিবেকান্দের মূর্তিতে মাল্যদান করা হয়।

হুগলির চূচূড়ায় স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তীতে 'রান ফর হেলথ'-এর আয়োজন করে চন্দননগর পুলিশ কমিশনারেট। চুঁচুড়া মাঠ থেকে এই দৌড় অনুষ্ঠিত হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। প্রাক্তন অ্যাথলিট সরস্বতী সাহা, মনোরঞ্জন পাড়ুইও উপস্থিত ছিলেন। এই দৌড় চুঁচুড়া থেকে শুরু হয়ে গঙ্গার পার ধরে ইমামবাড়া চক বাজার, বালির মোড়, ব্যান্ডেল হুগলি মোড় ও পিপুলপাতি হয়ে আবার চুঁচুড়া মাঠে শেষ হয়। ছোটোদের সঙ্গে অনেক প্রবীনদের দৌড়ে অংশ নিতে দেখা যায়। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপি যুব মোর্চার তরফ থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। বালুরঘাটের হিলি মোড়ে বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে এই দৌড় শুরু হয়। সেটি সাত কিলোমিটার ঘুরে আবার সেই জায়গাতেই শেষ হয়। এছাড়াও তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সম্মানিত করা হয়। এই দৌড়ের পাশাপাশি বিভিন্ন সংগঠন থেকেও শোভাযাত্রার আয়োজন করা হয়।

প্রসঙ্গত, ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। তাঁর জন্মদিবসটি জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয়। এই দিনে স্বামীজির আদর্শ 'উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না' আবারও সমাজের সর্বস্তরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।


Share