Kolkata Municipal Corporation

মেয়রকে উদ্দেশ্য করে ‘মিনি পাকিস্তান’ মন্তব্য বিজেপির, হট্টগোল পুরসভার অধিবেশনে, মেজাজ হারালেন ফিরহাদ হাকিম

এ দিন সাংবাদিকের মুখোমুখি হয়ে বিজেপি  কাউন্সিলর বলেন, ‘’আচ্ছা পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবেন ?! কিছুই বলিনি, আপনারা দেখেছেন। আমি বলেছি, উনি কাউকে এক জনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন। উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন।  ইনি আজকে চিৎকার করলেন, যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন।”

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১০:১৭

মেয়রের ‘মিনি পাকিস্তান’ মন্তব্যে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। বিজেপি সেই মন্তব্য ফের করতেই মেজাজ হারালেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল এবং বিজেপি কাউন্সিলরের মধ্যে তুমুল বচসা শুরু হয়। আসন ছেড়ে উঠে পড়েন বচসায় জড়িয়ে পড়েন এক বিজেপি কাউন্সিলর। হৈচৈ থামাতে চেয়ারপার্সনকে হস্তক্ষেপ করতে হয়।

বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল। সেখানে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী একটি নিন্দা প্রস্তাব আনেন। তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন। এই নিয়ে তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে আলোচনা হয়। সর্বশেষে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে ওঠেন।

মেয়রের বক্তব্য করার সময় বিজেপি কাউন্সিলরদের জন‍্য ঠিক করা জায়গা থেকে মেয়রের ‘মিনি পাকিস্তান’ বক্তব্যের প্রসঙ্গ উঠে আসে। একের পর এক কটাক্ষ উড়ে আসে। এতেই মেজাজ হারান মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, এক্ষেত্রে তিনি আদ‍্যপান্ত বাঙালি। তিনি পাকিস্তানের বিরোধী। ফিরহাদ বলেন, “আমি মুসলমান, কিন্তু আমি ভারতীয়। পাকিস্তান আমার শত্রু।”  এর পরেই তিনি বলেন, একটা ভিডিয়ো দেখান। আমি ইস্তাফা দেব।” তিনি আরও বলেন, “বিজেপি ভারতের ঐতিহ্যকে শেষ করে দিচ্ছে।”

এক দিকে বিজেপি, এক দিকে তৃণমূলের কটাক্ষ। এর পরেই উত্তেজনা ছড়ায়। হট্টগোল শুরু হয়ে যায়। বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত নিজের আসন ছেড়ে উঠে এক কাউন্সিলরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। নিজের আসন ছেড়ে উঠে পড়েন মেয়র পারিষদ দেবাশিস কুমার। তিনি মেয়রকে গিয়ে শান্ত করেন। মীনাদেবী পুরোহিতের কাছে গিয়ে অনুরোধ করে নিজের আসনে বসান। পুরসভার চেয়ারপার্সন মালা রায়ও সবাইকে শান্ত হতে নির্দেশ দেন।

এ দিন সাংবাদিকের মুখোমুখি হয়ে বিজেপি  কাউন্সিলর বলেন, ‘’আচ্ছা পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবেন ?! কিছুই বলিনি, আপনারা দেখেছেন। আমি বলেছি, উনি কাউকে এক জনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন। উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন।  ইনি আজকে চিৎকার করলেন, যে দেখাতে পারলে উনি রিজাইন করবেন।” তিনি আরও, “আমি নিশ্চয়ই দেখিয়ে দেব। সেটা হচ্ছে, ‘মিনি পাকিস্তান’ শব্দটা উনি উচ্চারণ করেছিলেন। কর্পোরেশনের মেয়র কী করে বলতে পারেন, রাজ্যের আর্ধেক মানুষ উর্দুতে কথা বলবেন?”


Share