Clash Between Two Groups

সালানপুরে জমি কেনাবেচা নিয়ে বচসায় প্রকাশ্য রাস্তায় বন্দুক উঁচিয়ে হুমকি, গ্রেফতার জমির দালাল

পাহাড়গোড়ায় ৩৩ শতক জমি কেনার জন্য আছড়া গ্রামের বাসিন্দা পল্লব তিওয়ারি এক লক্ষ টাকা অগ্রিম দিয়েছিলেন এক জমির দালালকে।অভিযোগ, টাকা মালিকের কাছে না পৌঁছোনোয় জমিটি অন্যত্র বিক্রি হয়ে যায় এবং টাকা ফেরত চাইতেই দিনদুপুরে বন্দুক দেখিয়ে তাঁকে আক্রমণের চেষ্টা করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সালানপুর
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০২:২৫

জমি কেনার লেনদেন নিয়ে ঝামেলা। তাতেই বন্দুক দেখিয়ে আক্রমণের চেষ্টা হয় বলে অভিযোগ। সালানপুরের সামডি পঞ্চায়েতের পাহাড়গোড়ার ৩৩ শতক জমি কেনার জন্য পল্লব তিওয়ারি নামে এক ব্যক্তি এক লক্ষ টাকা এক জমির দালালকে দিয়েছিলেন। তিনি আছড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ, সেই টাকা জমির মালিকের কাছে পৌঁছোয়নি। তাই মালিক সেই জমি অন্য কাউকে বিক্রি করে দেন। ফলত পল্লব তাঁর পাওনা টাকা ফেরত চান। ঘটনায় সেই জমির দালাল প্রকাশ্য দিনদুপুরে তাঁকে গাড়িতে তোলেন। তারপর বন্দুক দেখিয়ে তাঁকে আক্রমণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা চিৎকার শুনে গাড়ির পথ আটকে দেন। পরে পুলিশ এসে জমি দালালকে বন্দুক-সহ আটক করে।

সোমবার তাঁকে আসানসোল আদালতে তোলা হয়। বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজত দেন। পল্লবের অভিযোগ, পাহাড়গোড়ায় ৩৩ শতক জমি কেনার জন্য তিনি এক লক্ষ টাকা অগ্রিম দেন। টাকাটি ফুলবেড়িয়া–বোলকুন্ডা পঞ্চায়েতের বোলকুন্ডা গ্রামের বাসিন্দা জয় গড়াইকে দেওয়া হয়। পরে তিনি জানতে পারেন, যে জমির জন্য অগ্রিম দেওয়া হয়েছিল, সেই জমি আগেই অন্যত্র বিক্রি হয়ে গিয়েছে। এই খবর পেয়ে বিপন্ন হয়ে পড়েন পল্লব। অগ্রিম দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। রবিবার দুপুরে জয় তাঁকে কেন্দুয়াডি মোড়ে ডেকে পাঠান। সেখান থেকে নিজের একটি গাড়িতে পল্লবকে তোলেন জয়। টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ উঠতে তৎক্ষণাৎ পরিস্থিতি বদলে যায়।

অভিযোগ অনুযায়ী, জয় আচমকাই একটি আগ্নেয়াস্ত্র বের করেন। তিনি পল্লবের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দেন। এরপর গাড়ির ভিতরেই দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। চিৎকার শুনে রাস্তা দিয়ে যাওয়া স্থানীয় মানুষজন ছুটে আসেন। তাঁদের তৎপরতায় কোনওমতে পল্লবকে উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে সালানপুরের রূপনারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ আগ্নেয়াস্ত্র-সহ জয়কে গ্রেফতার করে। ঘটনায় ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। পল্লব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। সালানপুরের মতো জনবহুল এলাকায় প্রকাশ্যে বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকির ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।


Share