Fire Incident

ভোরবেলায় জাতীয় সড়কে কয়লা বোঝাই গাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ডাম্পার, হতাহতের খবর নেই

ভোরবেলায় পুরোনো ৬০ নম্বর জাতীয় সড়কে কয়লা বোঝাই একটি ডাম্পারে ভয়াবহ আগুন লাগে। ডাম্পারের সামনের চাকার সাসপেনশন স্প্রিং ভেঙে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। হতাহতের খবর পাওয়া যায়নি।

মুহুর্তে পুড়ে ছাই গোটা ডাম্পার।
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৫

সাতসকালে ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ আগুন। পুড়ে ছাই কয়লা বোঝাই ডাম্পার। জানাগিয়েছে, সামনের চাকার লোহার স্প্রিং ভেঙে দুর্ঘটনা ঘটে। এর পরেই গোটা গাড়িতে মুহূর্তে আগুনছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল-রানিগঞ্জ কয়লাখনি এলাকার তপসি রেল স্টেশনের কোল সাইডিং থেকে ডাম্পারে কয়লা বোঝাই করে। ডাম্পারটি ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময়েই ডাম্পারের সামনের চাকার সাসপেনশন স্প্রিং ভেঙে যায়। রাস্তায় ঘর্ষণের ফলে সঙ্গেই সঙ্গেই আগুন গাড়ির কেবিনে ছড়িয়ে পড়ে। ডাম্পারের চালক কোনও রকমে কেবিন থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। মুহূর্তে ভস্মীভূত হয়ে যায় ডাম্পারটি।

খবর পেয়ে জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। খবর দেওয়া হয় দমকলে। ফোম ও জল ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পরআগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছু ক্ষণ যান চলাচল বন্ধ থাকে। আগুন নিয়ন্ত্রণেআসার পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।


Share