Indian Premiere Leaugue

বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর, আনুষ্ঠানিকভাবে রিলিজ করল কেকেআর

মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ, কেকেআর রিলিজ করেছে বিসিসিআইয়ের নির্দেশে। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ফ্র্যাঞ্চাইজির সব নিয়ম মেনে তাকে দল থেকে মুক্তি দেওয়া হয়েছে।

মুস্তাফিজুর রহমান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৫:১৬

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কোনওভাবেই দলে রাখা যাবে না, এমন স্পষ্ট নির্দেশ আগেই কলকাতা নাইট রাইডার্সকে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সেই নির্দেশ প্রসঙ্গে মুখ খুলল কেকেআর কর্তৃপক্ষ।

ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, বিসিসিআইয়ের সিদ্ধান্ত মেনেই সমস্ত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে মুস্তাফিজুর রহমানকে দল থেকে রিলিজ করা হয়েছে। কেকেআরের বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের নিয়ামক সংস্থা বিসিসিআই আসন্ন মরশুমের স্কোয়াড থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আলোচনা সাপেক্ষে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

একই সঙ্গে আইপিএলের নিয়ম মেনে কলকাতা নাইট রাইডার্সকে বদলি ক্রিকেটার নেওয়ার অনুমতিও দিয়েছে বিসিসিআই। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে ফ্র্যাঞ্চাইজির তরফে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি আইপিএল মরশুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছিলেন, “বর্তমান পরিস্থিতিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে তারা যদি কোনও বিকল্প প্লেয়ার নিতে চায়, সেক্ষেত্রে বোর্ড অনুমতি দেবে।”

এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বাংলাদেশে চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ঘিরে তৈরি হওয়া বিতর্ক। ওপার বাংলায় মৌলবাদী আগ্রাসন এবং ধর্মের নামে হানাহানির ঘটনায় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়ে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যেই প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেট মহলেও।

চলতি বছরের আইপিএল নিলামিতে রেকর্ড ৯ কোটি ২০ লক্ষ টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাঁকে আইপিএলে খেলানো নিয়ে একাধিক সংগঠনের তরফে আপত্তি তোলা হয় এবং বিষয়টি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। এই বিতর্কের আবহেই বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে রিলিজ করার সিদ্ধান্ত নেয় কেকেআর। 


Share