TMC Protest infront of Parliament

সংসদ চত্বরে ফের বিক্ষোভ তৃণমূলের, কেন্দ্রের বিরুদ্ধে ‘টাকা আটকে রাখা’র অভিযোগ তোলপাড়

কেন্দ্রের বিরুদ্ধে ২ লক্ষ কোটি টাকা আটকে রাখার অভিযোগে ফের সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের। কালো প্ল্যাকার্ড হাতে সাংসদদের মিছিল, পাল্টা বিজেপির দাবি সব টাকা দেওয়া হয়েছে, দায় তৃণমূল সরকারের।

পার্লামেন্টের সামনে তৃণমূলের বিক্ষোভকারীরা
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০১:৪২

একশো দিনের কাজ, আবাস যোজনা, জল জীবন মিশন সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা। এই টাকা এখনও আটকে রেখেছে কেন্দ্র, এমন অভিযোগ তুলে বৃহস্পতিবারও সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল করেন শতাব্দী রায়, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, জুন মালিয়া সহ তৃণমূল সাংসদরা। এরপর তাঁরা সংসদ ভবনের চত্বরে প্রবেশ করে বিক্ষোভ জারি রাখেন।

এর আগে মঙ্গলবার নবান্ন থেকে গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, “জিএসটি বাবদ রাজ্যের টাকাও নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। রাজ্যের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রয়েছে।” পাশাপাশি, কোন কোন খাতে টাকা আটকে আছে তার বিস্তারিত হিসেবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সাংসদরা এদিন সেই অভিযোগের ধারাবাহিকতায় কালো প্ল্যাকার্ড হাতে মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, মনরেগা, আবাস যোজনা, জল জীবন মিশন— সব প্রকল্পেরই টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। কেন্দ্রের ৬৪টি প্রতিনিধিদল বাংলায় এসে হিসেবপত্র দেখেছে, সন্তুষ্টও হয়েছে। তারপরও বকেয়া টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে। এটি নিছক রাজনৈতিক প্রতিহিংসা।

অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন। সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। তৃণমূল সরকার তা খরচ করতে পারেনি।”

এদিন প্রায় একই সময়ে মকরদ্বার এলাকায় ইন্ডিয়া জোটের নেতারাও পৃথক অবস্থান বিক্ষোভে অংশ নেন। দিল্লির মারাত্মক দূষণের বিরুদ্ধে সরব হন তাঁরা।


Share